শ্রেয়স স্থিতিশীল, সুস্থ হচ্ছেন, বলছে বোর্ড
নিজস্ব প্রতিবেদন
২৭ অক্টোবর: সিডনিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ একদিনের ম্যাচে ক্যাচ ধরতে গিয়ে পাঁজরে চোট পেয়েছিলেন শ্রেয়স আয়ার। তাঁকে আইসিইউয়ে রাখা হয়েছিল বলে শোনা গিয়েছে। ভারতীয় মেডিক্যাল দলও পর্যবেক্ষণে রাখছে শ্রেয়সকে। দুপুরের দিকে জানা গিয়েছে, তিনি আপাতত বিপন্মুক্ত।
ভারতীয় বোর্ডের তরফে যে বিবৃতি জারি করা হয়, তাতে অবশ্য আইসিইউয়ের কথা কিছু বলা হয়নি। বোর্ডের বিবৃতিতে বলা হয়েছে, ‘‘ফিল্ডিং করতে গিয়ে বাঁ দিকের পাঁজরের নীচে চোট লাগে শ্রেয়সের। স্ক্যানে দেখা গিয়েছে প্লীহা ছিড়ে যাওয়ায় ক্ষত সৃষ্টি হয়েছে। ওর চিকিৎসা চলছে। অবস্থা এখন স্থিতিশীল। দ্রুত সুস্থ হয়ে উঠছে। ভারতীয় দলের চিকিৎসক সিডনিতেই রয়ে গিয়েছেন শ্রেয়সের উপরে নজর রাখার জন্য।’’ ভারতীয় দল পৌঁছে গিয়েছে ক্যানবেরায়। যেখানে বুধবার প্রথম টি-টোয়েন্টি।
এর আগে সংবাদসংস্থা পিটিআইকে এক সূত্র বলে, ‘‘শেষ কয়েক দিন ধরে সিডনিতেই রয়েছে শ্রেয়স। হাসপাতালের আইসিইউয়ে রাখা হয়। রিপোর্টে দেখা গিয়েছে, ওর অভ্যন্তরীন রক্তক্ষরণ হচ্ছে। ফলে ওকে নিয়ে ঝুঁকি নেওয়া হয়নি!।’’ সেই সূত্র আরও জানিয়েছে, ‘‘দুই থেকে সাত দিন পর্যন্ত ওকে পর্যবেক্ষণে রাখা হতে পারে। কোনও ভাবেই যাতে রক্তক্ষরণের ফলে সংক্রমণ না হয় সে দিকে নজর রাখা হচ্ছে।’’ আগে জানা গিয়েছিল, তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হতে পারে শ্রেয়সকে। এখন সেই সময়টা বাড়তে পারে।
শনিবার তৃতীয় একদিনের চলাকালীন অ্যালেক্স ক্যারির ক্যাচ নেওয়ার পরে চোট পেয়েছিলেন শ্রেয়স। মাঠে কিছু সময় শুশ্রূষা চালানোর
পরে শ্রেয়সকে বাইরে নিয়ে যাওয়া হয়। তবে তাঁকে নিয়ে বেশি ঝুঁকি নেওয়া হয়নি। এর পরে দ্রুত নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সংবাদ সংস্থাকে সেই সূত্র আরও বলেছে, ‘‘দলের চিকিৎসক ও ফিজ়িয়ো সময় নষ্ট করতে চাননি। শ্রেয়সকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দেরি হলে ঝুঁকি বাড়ত। খুব খারাপ জায়গায় ওর লেগেছে। চোটের জায়গা থেকে রক্তক্ষরণ হওয়ায় ওর সুস্থ হতে সময় লাগবে। কবে ও মাঠে ফিরতে পারবে তা এখনই বলা অসম্ভব।’’
সাধারণত, প্লীহার চোটে প্রায় ছ’ থেকে বারো সপ্তাহ লাগে সুস্থ হতে। এই অবস্থায় চিকিৎসকরা চোটের জায়গায় নিয়ে সব সময় সতর্ক থাকার নির্দেশ দেন। ফলে মাঠে ফিরতে সময় লাগবে শ্রেয়সের।