২৭ অক্টোবর: সিডনিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ একদিনের ম্যাচে আবার স্বমহিমায় দেখা গিয়েছে বিরাট কোহলি আর রোহিত শর্মাকে। যাবতীয় সমালোচনার জবাব দিয়েছেন দুই মহারথী। রো-কো জুটি নিয়ে প্রশ্ন করা হয়েছিল ভারতীয় কোচ গৌতম গম্ভীরকে। কোচের দেওয়া এক লাইনের প্রতিক্রিয়া এর পরে ছড়িয়ে পড়ে সমাজ মাধ্যমে। যেখানে গম্ভীর বলেন, ‘‘রোহিত আর বিরাটের মধ্যে জুটিটা দারুণ ছিল, একেবারে নিখুঁত।’’
অস্ট্রেলিয়ার ২৩৬ রান তাড়া করতে নেমে রোহিত অপরাজিত থাকেন ১২১ রানে, বিরাট ৭৪ রানে। দু’জনের জুটিতে ওঠে ১৬৮ রান। তার আগে শুভমন গিল এবং রোহিত শর্মা শুরুতে যোগ করেন ৬৯ রান। বিসিসিআই.টিভি-তে গম্ভীর বলেছেন, ‘‘শুভমন এবং রোহিতের মধ্যে জুটিটা খুবই গুরুত্বপূর্ণ ছিল। ওই সময় স্কোরবোর্ডে বিনা উইকেটে ৬০ রান মতো উঠে গিয়েছিল। তার পরে রোহিত-বিরাটের জুটিটা দারুণ ছিল।’’ যোগ করেন, ‘‘রো-কে নিয়েও আলাদা করে বলতে হবে। দুরন্ত শতরান করল। সবচেয়ে গুরুত্বপূর্ণ হল, ম্যাচটা শেষ করে ফিরেছে। বিরাটও তাই।’’
গম্ভীরের মুখে শোনা গিয়েছে হর্ষিত রানার প্রশংসা। ভারতীয় বোর্ডের দেওয়া ভিডিয়োয় দেখা যাচ্ছে ড্রেসিংরুমে দাঁড়িয়ে গম্ভীর বলছেন, ‘‘হর্ষিতের কথা আলাদা ভাবে বলতেই হবে। দুর্দান্ত একটা স্পেল করেছে ও।’’ হর্ষিতের
উদ্দেশে গম্ভীরের বার্তা, ‘‘মাটিতে পা রেখে চলবে। পরিশ্রম করবে। মনে রাখবে, এটা শুরু, শেষ নয়।’’ সিডনিতে চার উইকেট নিয়েছিলেন ভারতীয় পেসার।
রো-কো-র এই প্রত্যাবর্তনে মুগ্ধ কৃষ্ণমাচারী শ্রীকান্ত। নির্বাচকদের একহাত নিয়ে নিজের ইউটিউব চ্যানেলে শ্রীকান্ত জানিয়েছেন, বিরাটদের বয়স নিয়ে নির্বাচকদের মাথা ঘামানোর দরকার নেই। বরং ওদেরকে নিজেদের মতো করে ২০২৭ বিশ্বকাপের জন্য প্রস্তুত হতে দেওয়া হোক, তাতে আখেরে লাভ হবে ভারতীয় ক্রিকেটেরই।
শ্রীকান্তের কথায়, “রো-কো ২০২৭ সালের জন্য তৈরি হচ্ছে। আমার মতে, রোহিত নিশ্চিত ভাবেই ২০২৭ সালের বিশ্বকাপে খেলবে। নির্বাচকদের বলব, অঙ্কে বয়সকে না আনতে। রোহিত সম্পূর্ণ ফিট রয়েছে। এমনকি স্লিপে দাঁড়িয়ে ঝাঁপিয়ে পড়ে ক্যাচও নিচ্ছে। প্রত্যেক ম্যাচে রান করছে। এর থেকে বেশি কী চাওয়ার রয়েছে?” এখানেই না থেমে তাঁর সংযোজন, “সিডনিতে ওর খেলা দেখে আমার ২০১৯ বিশ্বকাপের কথা মনে পড়ে যাচ্ছিল।” বিরাটকে নিয়েও উচ্ছ্বসিত শ্রীকান্ত। তাঁর কথায়, “অন্য দিকে বিরাট কোহলি সম্পর্কে আমার আলাদা করে বলার কিছু নেই। বিরাট ৪৫ বছর পর্যন্ত নির্দ্বিধায় খেলতে পারে। মাঠে ওকে দেখে মনে হচ্ছে যেন ২৫ বছরের যুবক।” শ্রীকান্ত আরও চাইছেন, যেন বিরাট-রোহিতের নাম এই মুহূর্তেই ২০২৭ বিশ্বকাপের তালিকায় লিখে ফেলা হয়। অন্তত তিনি নিজে নির্বাচক হলে এমনটাই করতেন। শ্রীকান্ত বলেছেন, “এখনই নির্বাচকদের ওদের বলা উচিত, দলের জন্য ওরা কতটা গুরুত্বপূর্ণ। যেন ওরা নিজেদের মতো করে প্রস্তুত থাকে। ওদেরকে কেন্দ্রে রেখেই বিশ্বকাপের দল সাজানো উচিত।’’
এর পরে রো-কো জুটিকে ফের এক সঙ্গে দেখা যাবে আগামী ৩০ নভেম্বর থেকে শুরু হওয়া ভারত বনাম দক্ষিণ আফ্রিকা একদিনের সিরিজ়ে। দুই মহাতারকা ক্রিকেটার রান পাওয়ায় সমর্থকদের মধ্যে উন্মাদনা তুঙ্গে। রোহিত সোমবার রাতেই মুম্বই ফিরে এসেছেন। বিমানবন্দরে ভক্তদের সইও দিয়েছেন তিনি।
একদিনের সিরিজ় শেষ হওয়ার পরে বুধবার থেকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ়। তার আগে সম্প্রচারকারী চ্যানেলে অধিনায়ক সূর্যকুমার যাদবকে নিয়ে কোচ গম্ভীর বলেছেন, ‘‘সূর্যের ফর্ম নিয়ে আমি চিন্তিত নই। আমরা অতি আগ্রাসী খেলার দর্শনে বিশ্বাস করি। আর এই ভাবে খেললে মাঝে মাঝে ব্যর্থ হতে হবে।’’ এই সিরিজ়ে নজর থাকবে অভিষেক শর্মার উপরে। এশিয়া কাপে তাঁর আগ্রাসন অন্য উচ্চতায় পৌঁছে গিয়েছিল। গম্ভীর অবশ্য বলেছেন, ‘‘টি-টোয়েন্টি ক্রিকেটে আমরা কোনও ব্যক্তির উপরে নয়, নজর দিই দলের খেলার উপরে।’’