সুস্থ টাংরি, ডেম্পোকে সমীহ মোহনবাগানের
নিজস্ব সংবাদদাতা
চেন্নাইয়িন এফসিকে শনিবার ২-০ গোলে হারানোর পরে বিপর্যয় নেমে এসেছিল মোহনবাগান সুপার জায়ান্ট শিবিরে। প্রবল বৃষ্টির মধ্যে খারাপ মাঠে অনুশীলন করতে গিয়ে চোট পেয়েছিলেন মিডফিল্ডার দীপক টাংরি। সমর্থকদের জন্য স্বস্তির খবর তিনি সম্পূর্ণ চোটমুক্ত। এ দিন দীপক অনুশীলনও করেছেন। ফলে মঙ্গলবার ডেম্পো এসসি-র বিরুদ্ধে খেলতে তাঁর কোনও অসুবিধা নেই।
সুপার কাপ শুরুর দিন থেকেই শিরোনামে গোয়ার মাঠ। ইতিমধ্যে ইস্টবেঙ্গল শিবিরও মাঠ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে। রবিবার ভারনা পঞ্চায়েতের মাঠে কিছুক্ষণ অনুশীলনের পরেই চোট পেয়েছিলেন টাংরি। ফুটবলারদের ঝুঁকির কথা ভেবে মলিনা অনুশীলন তখনই বন্ধ করে দেন। সোমবার উতোরদায় অনুশীলন সারে মোহনবাগান। রিজ়ার্ভ দলের ফুটবলাররা পুরো অনুশীলন করেছেন। শারীরিক কসরতের পরে হাল্কা পাসিং ফুটবলের পরে বেশিক্ষণ গা ঘামাননি আলবের্তো রদ্রিগেস, জেমি ম্যাকলারেনরা। তাঁরা মূলত রিকভারি সেরেছেন। একেবারে শেষে অনেক ক্ষণ ধরে শুটিংয়েরও মহড়া সারেন সাহাল আব্দুল সামাদ সহ রিজ়ার্ভ দলের ফুটবলাররা।
এ দিন মাঠ নিয়ে নিজের হতাশা গোপন করেননি সবুজ-মেরুন কোচ হোসে মলিনা। তিনি বলেছেন, “মাঠের অবস্থা এখানে অত্যন্ত খারাপ। বৃষ্টির পরে তা অনুশীলনের জন্য আরও কঠিন হয়ে যাচ্ছে। তবে অভিযোগ করতে চাই না। মাঠে নেমে সেরাটা দেওয়াই লক্ষ্য।” দীপক টাংরি সম্পূর্ণ সুস্থ বলেও জানিয়ে দিয়েছেন মলিনা।
প্রতিপক্ষ ডেম্পো দল গড়েছে স্থানীয় ফুটবলারদের নিয়ে। দলে এক জনও বিদেশি নেই। সেই দলই শনিবার রুখে দিয়েছে ইস্টবেঙ্গলের মতো শক্তিশালী দলকে। ফলে ডেম্পোকে একেবারেই হাল্কা ভাবে নিতে চাইছে না মোহনবাগান। যদিও তারা না জিতলে সেটাই হবে অঘটন। মলিনার কথায়, “ডেম্পোর খেলা আমরা বিশ্লেষণ করেছি। বিদেশি না থাকলেও ওরা ভাল দল। আমরা সতর্ক। আমাদের প্রধান লক্ষ্য তিন পয়েন্ট তুলে নিয়ে নক-আউটের কাছাকাছি পৌঁছে যাওয়া।” ডেম্পোর বিরুদ্ধে জিতলে মোহনবাগান দু’ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে সেমিফাইনালের অনেকটাই কাছাকাছি চলে যাবে। সহজ প্রতিপক্ষ হলেও আত্মতুষ্টিতে ভুগছেন না মলিনা। এই প্রসঙ্গে তিনি বলেছেন, “আমরা নিজেদের খেলা নিয়ে ভাবতে চাই। সেরাটা দিলে
জিততে অসুবিধা হবে না।”
এ দিকে ৩০ অক্টোবর মহমেডান স্পোর্টিং সুপার কাপে অভিযান শুরু করছে বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে। সোমবার প্রস্তুতি ম্যাচে ইয়ং কর্নারকে ২-১ গোলে হারিয়েছে মহমেডান। কোচ মেহরাজউদ্দিন ওয়াডু বলেছেন, “এই জয় আত্মবিশ্বাস বাড়াবে। তবে দলে পর্যাপ্ত ফুটবলারের অভাব রয়েছে।” দলে যোগ দিয়েছেন অ্যাডিসন সিংহ ও সাজ্জাদ হোসেন।
জয়ী পঞ্জাব ও মুম্বই: গোকুলম এফসি-কে ৩-০ হারিয়ে করে সুপার কাপে যাত্রা শুরু করল পঞ্জাব এফসি। খেলা শুরু হওয়ার দু’মিনিটের মধ্যেই গুরসিমরত সিংহের আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ে গোকুলম। ১১ মিনিটে ব্যবধান বাড়ান পঞ্জাবের নিখিল প্রভু। ৪৩ মিনিটে ৩-০ করেন প্রিন্সটন রেবেলো। সোমবার দ্বিতীয় ম্যাচে স্পোর্টিং ক্লাব দিল্লিকে ৪-১ চূর্ণ করল মুম্বই সিটি এফসি। জোড়া গোল করেন বিক্রম প্রতাপ সিংহ। একটি করে গোল করেছেন হর্ঘে পেরেরা দিয়াস এবং হর্ঘে মেন্দোসা। দিল্লির হয়ে ব্যবধান কমান আন্দ্রেই আলবা।
প্রস্তুতি: মোহনবাগানের অন্যতম ভরসা রবসন। সৌজন্য মোহনবাগান