ইস্টবেঙ্গলের আজ মরণ-বাঁচন লড়াই
নিজস্ব সংবাদদাতা
সুপার কাপের শেষ চারে কি উঠতে পারবে ইস্টবেঙ্গল? নাকি চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগান সুপার জায়ান্টের বিরুদ্ধে ৩১ অক্টোবরের ডার্বির আগেই গোয়ায় আরব সাগরের তীরে নিভে যাবে মশাল? আজ, মঙ্গলবার চেন্নাইয়িন এফসি-র বিরুদ্ধে ম্যাচের উপরে শুধু ইস্টবেঙ্গল নয়, কোচ অস্কার ব্রুসোর ভবিষ্যৎও নির্ভর করছে!
গোয়া পৌঁছনোর পর থেকেই অন্দরমহলের অশান্তিতে অগ্নিগর্ভ ইস্টবেঙ্গল শিবির। বিমানবন্দরে প্রকাশ্যেই অস্কারের সঙ্গে সংঘাতে জড়িয়ে গোলরক্ষক কোচ সন্দীপ নন্দী কলকাতায় ফিরে যান। তার পরে প্রথম ম্যাচেই ধাক্কা। বিদেশিহীন ডেম্পোর বিরুদ্ধে এগিয়ে থেকেও ২-২ ড্র করে মাঠ ছেড়েছিলেন মিগুয়েল ফিগুয়েরা-রা। অথচ কলকাতার আর এক প্রধান মোহনবাগান সুপার কাপে যাত্রা শুরু করেছে চেন্নাইয়িনকে ২-০ হারিয়ে। এই পরিস্থিতিতে শেষ চারের দৌড়ে টিকে থাকতে হলে মঙ্গলবার জেতা ছাড়া আর কোনও পথ খোলা নেই মশালবাহিনীর সামনে। অবশ্য চেন্নাইয়িনের বিরুদ্ধে জিতলেই যে ইস্টবেঙ্গল শেষ চারে উঠবে তার কোনও নিশ্চয়তা নেই। কারণ, প্রতিটি গ্রুপের চ্যাম্পিয়ন দলই শুধু সেমিফাইনালে খেলবে।
চেন্নাইয়িনকে হারিয়ে তিন পয়েন্ট অর্জন করে ইতিমধ্যেই মোহনবাগান শেষ চারে যোগ্যতা অর্জনের পথে একধাপ এগিয়ে গিয়েছে। সমসংখ্যক ম্যাচ খেলে এক পয়েন্ট নিয়ে দ্বিতীয় ও তৃতীয় স্থানে যথাক্রমে ডেম্পো এবং ইস্টবেঙ্গল। সব দলের শেষে থাকা চেন্নাইয়িনের পয়েন্ট শূন্য। মঙ্গলবার জিতলে ইস্টবেঙ্গল চার পয়েন্ট অর্জন করে টপকে যাবে মোহনবাগানকে। কিন্তু সন্ধেয় ডেম্পোকে হারালে জেমি ম্যাকলারেনরা ফের শীর্ষ স্থানে পৌঁছে যাবেন ছয় পয়েন্ট নিয়ে। সে ক্ষেত্রে ৩১ অক্টোবরের ডার্বিতেই চূড়ান্ত হবে ‘এ’ গ্রুপ থেকে শেষ চারে উঠবে কোন দল।
বিদেশিহীন ডেম্পোর সঙ্গে ড্র করা ইস্টবেঙ্গল কি পারবে মঙ্গলবার জিততে? চেন্নাইয়িনেও কোনও বিদেশি নেই। তবে প্রীতম কোটাল, ফারুখ চৌধরি, ইরফান ইয়াদওয়াদ, মন্দার রাও দেশাইয়ের মতো একাধিক অভিজ্ঞ ফুটবলার রয়েছেন। এই কারণেই চেন্নাইয়িনকে হারাতে মরিয়া অস্কার প্রথম একাদশে একাধিক পরিবর্তন করতে পারেন। ডেম্পোর বিরুদ্ধে মিগুয়েলকে দ্বিতীয়ার্ধে নামিয়েছিলেন। দুরন্ত গোল করে দলকে এগিয়েও
দিয়েছিলেন ব্রাজিল তারকা। চেন্নাইয়িনের বিরুদ্ধে মরণ-বাঁচন ম্যাচে শুরু থেকেই মিগুয়েলকে খেলাতে পারেন অস্কার। অর্থাৎ, প্রথম একাদশে ছয় বিদেশি থাকার সম্ভাবনা প্রবল। গোলরক্ষক দেবজিৎ মজুমদারের পরিবর্তে ফিরতে পারেন প্রভসুখন
সিংহ গিলও।
সোমবার সকালে অনুশীলনের পরে অস্কার বলেছেন, ‘‘চেন্নাইয়িনের বিরুদ্ধে আমাদের মরণ-বাঁচন লড়াই। ডেম্পো ম্যাচে আধিপত্য নিয়ে খেললেও নিজেদের কিছু ভুলের পাশাপাশি মনঃসংযোগ নষ্ট হওয়ার চরম মূল্য দিতে হয়েছে।’’ এর পরেই ২০১০ সালে বিশ্বকাপের প্রথম ম্যাচে সুইৎজ়ারল্যান্ডের বিরুদ্ধে ০-১ হারের পরেও স্পেনের চ্যাম্পিয়ন হওয়ার প্রসঙ্গ উত্থাপন করে যোগ করেছেন, ‘‘প্রথম ম্যাচে হারের পরেও স্পেন ঘুরে দাঁড়িয়ে বিশ্বকাপ জিতেছিল। তাই পরের দু’টি ম্যাচ জিতে আমরা শেষ চারে যোগ্যতা অর্জনের ব্যাপারে আশাবাদী। তবে ভুলের পুনরাবৃত্তি করা চলবে না।’’
মঙ্গলবার সুপার কাপে: ইস্টবেঙ্গল বনাম চেন্নাইয়িন এফসি (বিকেল ৪.৩০, এআইএফএফ
ইউটিউব চ্যানেল)।
মরিয়া: চেন্নাইয়িন দ্বৈরথের প্রস্তুতিতে বিপিন। সৌজন্য ইস্টবেঙ্গল