‘বাংলা বাঁচাও যাত্রা’ সিপিএমের
}} বিহারে বিধানসভা ভোটের আগে ‘ভোটার অধিকার যাত্রা’ করেছিলেন রাহুল গান্ধী, তেজস্ব যাদবেরা। তাতে সাড়া মিলেছিল ভালই। বাংলায় বিধানসভা ভোটের আগে উত্তর থেকে দক্ষিণবঙ্গ ছুঁয়ে যাত্রার পরিকল্পনা নিয়েছে সিপিএম। নাম দেওয়া হয়েছে ‘বাংলা বাঁচাও যাত্রা’। দলের রাজ্য কমিটির বৈঠকে জানানো হয়েছে, নভেম্বরের শেষ থেকে ডিসেন্বর পর্যন্ত যে জেলা দিয়ে যাত্রা যাবে, সেখানকার স্থানীয় দাবি-দাওয়া তুলে ধরা হবে। বৈঠক শেষে সোমবার সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বলেছেন, ‘‘সঙ্কটমুক্ত বাংলা গড়ার শপথ নিয়ে নভেম্বর মাসের শেষ থেকে ডিসেম্বর মাস পর্যন্ত উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ পর্যন্ত ‘বাংলা বাঁচাও যাত্রা’ করা হবে। মূল যাত্রার পাশাপাশি প্রতিটা বুথে উপ-যাত্রা হবে।’’ সূত্রের খবর, রাজ্য কমিটির এ বারের বৈঠকে হাওড়া জেলার এক নেতাকে নিলম্বিত (সাসপেন্ড) করার সিদ্ধান্তে সিলমোহর দেওয়া হয়েছে। উত্তর ২৪ পরগনার কয়েক জনকে তাঁদের ভূমিকা ও আচরণের জন্য সতর্ক করা হয়েছে। গত জেলা সম্মেলনের সময় থেকে দক্ষিণ ২৪ পরগনায় দলের মধ্যে যে টানাপড়েন চলছে, তার নিরসনে সক্রিয় হওয়ার বার্তা দেওয়া হয়েছে।
ধর্ষণ-খুনে ধৃত
}} ঘুরতে যাওয়ার নাম করে প্রেমিকাকে বাড়ি থেকে ডেকে নিয়ে এসে খুন করা হয়েছে। পূর্ব মেদিনীপুরের একটি এলাকায় হাত-পা বাঁধা অবস্থায় ১৫ বছরের এক নাবালিকার দেহ উদ্ধারের তদন্তে নেমে এমনটাই অনুমান পুলিশ। ধর্ষণ এবং খুনের অভিযোগে দেবকুমার পাত্র নামে এক যুবককে গ্রেফতারও করেছে পুলিশ। ধৃতের বাড়ি ওই জেলাতেই। রবিবার বিকেলে ঝাউ জঙ্গলের কাছে ওই নাবালিকার দেহ দেখতে পান স্থানীয় মহিলারা। দশম শ্রেণির ওই ছাত্রী ২৫ অক্টোবর থেকে নিখোঁজ ছিল বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
ছাত্রীকে উত্ত্যক্ত, ধৃত
}} আলিপুরদুয়ার জেলার একটি হাসপাতালের এক ডাক্তারি ছাত্রীকে ফোনে উত্ত্যক্ত করার অভিযোগে এক যুবককে গ্রেফতার করল পুলিশ। অভিযোগ, আলিপুরদুয়ার জেলার একটি হাসপাতালে প্রথম শ্রেণির পিজিটি ওই ছাত্রীকে সম্প্রতি পেশায় বাদাম বিক্রেতা এক যুবক ফোনে ও ভিডিয়ো কল করে উত্ত্যক্ত করত। গত শুক্রবার পুলিশের কাছে অভিযোগ জানান ডাক্তারি ছাত্রীটি। শনিবার ওই যুবককে গ্রেফতার করে পুলিশ।
ভুয়ো বিশ্ববিদ্যালয়
}} দেশের ২২টি বিশ্ববিদ্যালয়কে ভুয়ো বলে চিহ্নিত করল বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। সম্প্রতি সেই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে কমিশনের ওয়েবসাইটে। তালিকায় পশ্চিমবঙ্গেরও দু’টি
ভুয়ো বিশ্ববিদ্যালয় রয়েছে— ইন্ডিয়ান ইনস্টিটিউট অব অল্টারনেটিভ মেডিসিন এবং ঠাকুরপুকুরে ডায়মন্ড হারবার রোডের ইনস্টিটিউট অব অল্টারনেটিভ মেডিসিন
অ্যান্ড রিসার্চ।
কোর্টে শুভেন্দু
}} রাজ্য পুলিশের দায়ের হওয়া চারটি মামলা খারিজের আবেদন করে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সোমবার বিচারপতি জয় সেনগুপ্তের দৃষ্টি আকর্ষণ করেন শুভেন্দুর আইনজীবী। কোর্টের খবর, আজ, মঙ্গলবার এই মামলার শুনানি হতে পারে। সম্প্রতি শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ১৫টি মামলা খারিজ করে হাই কোর্ট ও পাঁচটি মামলার তদন্তে সিবিআই ও রাজ্য পুলিশকে যৌথ বিশেষ তদন্তকারী দল (সিট) গঠনের নির্দেশ দেয়।
মাংস বিক্রিতে পাশে
}} ছটপুজোর দিন মাছ-মাংসের দোকান বন্ধ রাখতে বিজেপি নেতার ‘নির্দেশের’ বিরুদ্ধে সোমবার পশ্চিম বর্ধমানের অন্ডালে পথে নামল নানা পক্ষ। বাজারে প্রতিবাদসভা করে সিপিএম এবং ‘বাংলা পক্ষ’ সংগঠন। রবিবার বিজেপির এক স্থানীয় নেতার নেতৃত্বে ছটের সময়ে দু’দিন রাস্তার ধারে মাছ ও মাংসের দোকান বন্ধ রাখতে বলা হয় বলে অভিযোগ। বিজেপির আসানসোল জেলা সভাপতি দেবতনু ভট্টাচার্য যদিও বলেন, ‘‘স্থানীয় পর্যায়ে কেউ যদি দলের নাম নিয়ে এমন করে থাকেন, তা ঠিক করেননি।’’