ফের শুরু সাক্ষ্যগ্রহণ
}} পুজোর ছুটি শেষে এসএসসি নিয়োগ দুর্নীতির তিনটি মামলার ফের সাক্ষ্য গ্রহণ শুরু হল আলিপুর বিশেষ সিবিআই কোর্টে। সোমবার রাজেশ লায়েক নামে এক ডেটা অপারেটরের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। শুনানিতে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়-সহ জেল হেফাজতে থাকা অভিযুক্তেরা ভার্চুয়ালি হাজির ছিলেন। এ দিন কোর্টে রাজেশ জানান, তৎকালীন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের সুপারিশপত্র অনুযায়ী চাকরিপ্রার্থীদের নামের তালিকা প্রস্তুত করেছিলেন তিনি। এ ব্যাপারে কল্যাণময় তাঁকে নির্দেশ দিয়েছিলেন। তিনি ছাড়া আরও কয়েক জন ডেটা এন্ট্রি অপারেটর এই কাজ করেছিলেন বলে জানিয়েছেন রাজেশ। তাঁর দাবি, কল্যাণময় এবং শান্তিপ্রসাদ সিংহের ঘনঘন বৈঠকও হত। রাজেশকে জেরা করেন শান্তিপ্রসাদের আইনজীবী সঞ্জয় দাশগুপ্ত। তাঁর বহু প্রশ্ন রাজেশ এড়িয়ে গিয়েছেন। পার্থের আইনজীবী বিপ্লব গোস্বামী বলেন, “রাজেশের বয়ানে পার্থ চট্টোপাধ্যায় দুর্নীতিতে জড়িত, এমন তথ্য নেই। তাই জেরার প্রয়োজন নেই।” আজ, মঙ্গলবার রাজেশকে জেরা করবেন কল্যাণময়ের আইনজীবী।
শুনানি পিছোল
}} শিক্ষক নিয়োগ দুর্নীতিতে ইডি-র মামলায় জেল হেফাজতে থাকা মুর্শিদাবাদের বড়ঞার বিধায়ক জীবনকৃষ্ণ সাহার জামিনের আবেদনের শুনানি পিছোল। সোমবার বিচার ভবনের বিশেষ সিবিআই আদালতে মামলার শুনানি ছিল। ভার্চুয়ালি হাজির ছিলেন জীবনকৃষ্ণ। ইডি-র আইনজীবীরা আদালতে জানান, পুজোর ছুটির সময়ে জীবনকৃষ্ণের বিরুদ্ধে কলকাতা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে চার্জশিট পেশ করা হয়েছে। এ দিন চার্জশিট বিশেষ আদালতেও জমা দেওয়া হয়েছে। এরপর বিচারক বলেন, “১ নভেম্বর চার্জশিট গ্রহণের শুনানির পাশাপাশি জামিনের আবেদনও শোনা হবে।” সেই দিনও জীবনকৃষ্ণ ভার্চুয়ালি হাজির থাকবেন বলে খবর। এ দিন কোর্টে হাজির ছিলেন জীবনকৃষ্ণের স্ত্রী।
রায়দান স্থগিত
}} আর জি কর আন্দোলনের অন্যতম মুখ তথা জুনিয়র চিকিৎসক অনিকেত মাহাতোকে ওই হাসপাতালেরই ‘সিনিয়র রেসিডেন্ট’ পদে নিয়োগের নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাই কোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু। সেই নির্দেশের বিরুদ্ধে বিচারপতি তপোব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রতকুমার মিত্রের ডিভিশন বেঞ্চে আবেদন করেছিল রাজ্য। সোমবার সেই মামলার শুনানি শেষ হয়েছে। তবে রায়দান স্থগিত রেখেছে ডিভিশন বেঞ্চ। কোর্টের খবর, আগামী ৩ নভেম্বর রায় ঘোষণা হতে পারে।
রিপোর্ট তলব
}} প্রাথমিক টেট-এর ভুল প্রশ্ন মামলায় বিশেষজ্ঞ কমিটির রিপোর্ট তলব করল কলকাতা হাই কোর্টের বিচারপতি তপোব্রত চক্রবর্তী ও বিচারপতি ঋতব্রতকুমার মিত্রের ডিভিশন বেঞ্চ। এ ব্যাপারে যাদবপুর বিশ্ববিদ্যালয়, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় এবং প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রতিনিধিদের নিয়ে কমিটি গঠন করে দিয়েছিল কোর্ট। আদালতের নির্দেশ, আগামী শুক্রবার পর্ষদ এই রিপোর্ট জমা দেবে। সেই দিনই এই মামলার পরবর্তী শুনানি রয়েছে।