সঙ্গীকে খুনে
গ্রেফতার
নয়াদিল্লি, ২৭ অক্টোবর: মে মাসে পরিচয়। আর তারপর একসঙ্গে থাকা শুরু করেছিলেন ৩২ বছরের রামকেশ মীনা এবং ২১ বছরের অমৃতা চৌহান। দিল্লি পুলিশের দাবি, গোপনে তোলা ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিয়ো মুছতে রামকেশ গড়িমসি করায় ৫ অক্টোবর প্রাক্তন প্রেমিক সুমিত কাশ্যপ ও বন্ধু সন্দীপ কুমারের সঙ্গে ছক কষে তাঁকে প্রথমে শ্বাসরোধ করে খুন করেছিল অমৃতা। তার পরে তেল, ঘি আর মদ ঢেলে দেহ জ্বালিয়ে দেয়। সুমিত এক সময়ে রান্নার গ্যাস সরবরাহের কাজে যুক্ত ছিল। অমৃতা ক্রাইম সিরিজ়ের পোকা, তার উপরে অপরাধবিজ্ঞানের ছাত্রী। তারা দেহের মাথার কাছে গ্যাসের সিলিন্ডার খুলে রেখে এমন ব্যবস্থা করে বেরিয়েছিল, যাতে পরে বিস্ফোরণ হয়, সব প্রমাণ লোপাট হয়ে যায়, মনে হয় দুর্ঘটনা। ইউপিএসসি পরীক্ষার প্রস্তুতি নেওয়া রামকেশের পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে পুলিশ ওই তিন জনকে গ্রেফতার করে।
সংবাদ সংস্থা