কৃষককে পিষে খুন, অভিযুক্ত বিজেপি নেতা
গুনা, ২৭ অক্টোবর: এ যেন লখিমপুর খেরি-কাণ্ডের পুনরাবৃত্তি! এক কৃষককে ব্যাপক মারধর করার পরে তাঁর গায়ের উপর দিয়ে গাড়ি চালিয়ে দিয়ে তাঁকে পিষে খুন করার অভিযোগ উঠল মহেন্দ্র নাগর নামে স্থানীয় এক বিজেপি নেতা-সহ ১৪ জনের বিরুদ্ধে। রবিবার মধ্যপ্রদেশের গুনা জেলার গণেশপুরা গ্রামের ঘটনা। নিহত ব্যক্তির নাম রামস্বরূপ ধাকড় (৫৫)। এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। মূল অভিযুক্ত মহেন্দ্র নাগরকে দল থেকে বহিষ্কার করা হয়েছে বলে দাবি বিজেপির। তবে তিনি অধরাই।
রামস্বরূপের পরিবারের অভিযোগ, রবিরার কাজে যাওয়ার সময়ে আচমকাই তাঁদের উপরে চড়াও হন মহেন্দ্র ও তাঁর লোকজন। রামস্বরূপকে মারধর করে হাত-পা ভেঙে দেন তাঁরা। প্রায় ঘণ্টাখানেক চলতে থাকা এই অত্যাচারের জেরে যখন জখম অবস্থায় তিনি রাস্তার মাঝে পড়েছিলেন, তখনই তাঁর উপর দিয়ে গাড়ি চালিয়ে দেন অভিযুক্তদের এক জন। এক প্রত্যক্ষদর্শী জানান, এই সময়ে পরিবারের বাকিরা মহেন্দ্রদের বাধা দিতে গেলে পাল্টা তাঁদের উপরেই হামলা চালান অভিযুক্তেরা। রামস্বরূপের মেয়েদের জামাকাপড় ছিঁড়ে দিয়ে তাঁদেরও মারধর করতে থাকেন। রামকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও মৃত্যু হয় তাঁর।
রামের পরিবারের দাবি, মাঝেমধ্যেই কৃষকদের জমি কম দামে বিক্রি করতে হুমকি দিতেন মহেন্দ্র। নিজের জমি বিক্রি করতে রাজি হননি রাম। তার জেরেই এই হামলা। উল্লেখ্য, ২০২১-এ উত্তরপ্রদেশের লখিমপুর খেরিতে প্রতিবাদী কৃষকদের পিষে মারার অভিযোগ উঠেছিল বিজেপির প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্রের ছেলে আশিষের বিরুদ্ধে। সংবাদ সংস্থা