নাইককে অনুমতি
}} ঢাকায় হোলি আর্টিসান বেকারিতে হামলার ৯ বছর পরে ইসলামি ধর্মপ্রচারক জ়াকির নাইককে বাংলাদেশে আসার অনুমতি দিল বাংলাদেশ সরকার। ঢাকায় হামলাকারী জঙ্গিদের এক জন জেরায় জানায়, সে নাইকের বক্তৃতায় উদ্বুদ্ধ হয়েছিল। তার পরে নাইক ও তাঁর ‘পিস টিভি’-কে নিষিদ্ধ ঘোষণা করে শেখ হাসিনা সরকার। এখন সেই নাইককেই দেশে আসার অনুমতি দিল মূহাম্মদ ইউনূসের সরকার। ২৮ নভেম্বর থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশ সফর করবেন। ঢাকায় হামলার পরে নাইক ভারত ছেড়ে মালয়েশিয়ায় পালান। ব্রিটেন, কানাডা তাঁকে ভিসা দেয়নি। ভারতেও একাধিক মামলায় তিনি অভিযুক্ত। সম্প্রতি পাকিস্তানে যান নাইক। সেখানে লস্কর ই তইবার মুজ়াম্মিল ইকবাল হাশমি, মুহাম্মদ হারিস ধার ও ফয়সল নাদিমের সঙ্গে দেখা করেন।