চুরি যাওয়া সামগ্রী কিনে ফেরত দিতে চান দুরভ
প্যারিস, ২৭ অক্টোবর: ল্যুভ জাদুঘর থেকে চুরি যাওয়া গয়না কিনে নেওয়ার প্রস্তাব দিলেন সমাজমাধ্যম সংস্থা টেলিগ্রামের প্রতিষ্ঠাতা তথা সিইও পাভেল দুরভ। কোটিপতি দুরভ কথা দিয়েছেন, নিজের টাকায় সেই সব সামগ্রী কিনে তিনি ল্যুভে ফেরতও দিয়ে দেবেন। তবে তাঁর একটাই শর্ত। সেই সব সামগ্রী রাখতে হবে প্যারিসে ল্যুভের মূল জাদুঘরে নয়, আবু ধাবির নতুন ল্যুভে। দুরভের মতে, আবু ধাবির সুরক্ষা ব্যবস্থা ইউরোপের যে কোনও শহরের থেকে অনেক ভাল। তাই সেখানে বহুমূল্য এই সব সামগ্রী থাকলে সুরক্ষিত থাকবে। রুশ কোটিপতির এই মন্তব্যে শুরু হয়েছে বিতর্ক।
গত সপ্তাহে ল্যুভ থেকে ফরাসি রাজপরিবারের গয়না চুরি গিয়েছে, যার বাজারমূল্য আনুমানিক ৮৫০ কোটি টাকা এবং ঐতিহাসিক মূল্য সীমাহীন। তদন্তে নেমে ইতিমধ্যে দু’জনকে গ্রেফতার করেছে ফরাসি পুলিস। এখনও অধরা ছ’জন। কিন্তু চুরি যাওয়া সামগ্রী কবে ফেরত পাওয়া যাবে, আদৌ পাওয়া যাবে কি না, সে বিষয়ে সন্দেহ রয়েছে। এই চুরি প্রসঙ্গে দুরভ আজ সমাজমাধ্যম এক্সে লেখেন, ‘এই ঘটনা আমাকে আদপেই বিস্মিত করেনি। একদা মহান এক দেশের এই অবনতি অনেক দিন ধরেই আমাদের চোখে পড়ছে। এ দেশের সরকার প্রয়োজনীয় বিষয়গুলির দিকে নজর তো দেয়ই না, উল্টে সাধারণ মানুষের চোখে ঠুলি পরিয়ে রাখতে চায়।’ এক্সে এই পোস্টের পরেই দুরভ আর একটি পোস্ট করেন যা মুহূর্তে ভাইরাল হয়। দুরভ লেখেন, ‘আমি খুব আনন্দ সহকারে সব চুরি যাওয়া সামগ্রী কিনে নেব এবং তা ল্যুভকে ফিরিয়েও দেব। তবে অবশ্যই তা হবে ল্যুভ আবু ধাবি। কেউ তো আর সাহস করে আবু ধাবির ল্যুভ থেকে চুরি করবে না।’
ফ্রান্স এবং আবু ধাবির মধ্যে সাংস্কৃতিক মেলবন্ধনের উদাহরণস্বরূপ ২০১৭ সালে চালু হয় ল্যুভের এই পশ্চিম এশিয়া শাখাটি।
সংবাদ সংস্থা