জয়শঙ্করের নিশানায় আমেরিকা
নিজস্ব সংবাদদাতা
নয়াদিল্লি, ২৭ অক্টোবর: ডোনাল্ড ট্রাম্পের জমানায় আমেরিকার বাণিজ্য ও শুল্ক নীতিকে পরোক্ষে নিশানা করলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর আজ কুয়ালা লামপুরে ‘ইস্ট এশিয়া সামিট’-এর বক্তৃতায়। একই সঙ্গে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের আহ্বানও জানিয়েছেন তিনি সংশ্লিষ্ট দেশগুলিকে। বিদেশমন্ত্রীর কথায়, “শক্তি ক্ষেত্রে বাণিজ্যের বিষয়টি ক্রমশই সঙ্কুচিত হয়ে আসছে। এর ফলে বাজারের সঙ্কোচন ঘটছে। নীতি নিয়ম সব পক্ষপাতের সঙ্গে ব্যবহার করা হচ্ছে। যে ভাবে জ্ঞান বিতরণ করা হচ্ছে, সেই অনুযায়ী কাজ হচ্ছে না।” কূটনৈতিক সূত্রের মতে, নাম না করে রাশিয়ার থেকে তেল কেনার জন্য ট্রাম্পের বসানো ২৫ শতাংশ জরিমানা এবং নতুন করে রাশিয়ার তেল সংস্থার উপরে আমেরিকার নিষেধাজ্ঞা জারি করার প্রসঙ্গে এই কথা বলেছেন তিনি।
একই সঙ্গে তাঁর বক্তৃতায় আজ সন্ত্রাসবাদের প্রশ্নে ‘শূন্য সহনশীলতা’ দেখানোর ডাক দিয়েছেন জয়শঙ্কর। তাঁর বক্তব্য, “সন্ত্রাসবাদ এক ধারাবাহিক মারাত্মক চ্যালেঞ্জ। বিশ্বের প্রয়োজন এর বিরুদ্ধে শূন্য সহনশীলতা দেখানো। সন্ত্রাস নিয়ে কোনও দ্বিমত থাকার জায়গা নেই। সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমাদের প্রতিরোধকে যেন কখনই আপসের মধ্যে দিয়ে না যেতে হয়।” ইউক্রেন ও গাজ়া সঙ্কটের অবিলম্বে সমাধানের জন্য বিশ্ববাসীকে ঝাঁপিয়ে পড়ার কথা বলে বিদেশমন্ত্রী জানিয়েছেন, শক্তি বণ্টন ও খাদ্য নিরাপত্তা ব্যাহত হচ্ছে এই
যুদ্ধের কারণে।