তেলের আমদানি
}} অক্টোবরে আমেরিকা থেকে অশোধিত তেলের আমদানি উল্লেখযোগ্য ভাবে বাড়াল ভারত। জ্বালানি ক্ষেত্রের তথ্য বিশ্লেষণকারী সংস্থা কেপলারের রিপোর্ট, ২৭ অক্টোবর পর্যন্ত সে দেশ থেকে দৈনিক ৫.৪ লক্ষ ব্যারেল তেল আমদানি করা হয়েছে। যা ২০২২ সালের পরে সর্বোচ্চ। মাসের শেষে তা ৫.৭৫ লক্ষ ব্যারেলে পৌঁছে যেতে পারে। বিশ্ব বাজারে আমেরিকার ডব্লিউটিআই তেলের দাম কমলেও, একে শুল্ক যুদ্ধ স্তিমিত করার চেষ্টা হিসেবেও দেখতে চাইছে সংশ্লিষ্ট মহল। এ মাসেও রাশিয়া ভারতের বৃহত্তম তেল সরবরাহকারী। যদিও সোমবার ইন্ডিয়ান অয়েল জানিয়েছে, ওই দেশের দুই সংস্থার উপরে আমেরিকার চাপানো নিষেধাজ্ঞা যথাযথ ভাবে মেনেই পরবর্তী সিদ্ধান্ত নেবে তারা।
প্রকল্পে সম্মতি
}} বৈদ্যুতিন যন্ত্রাংশ উৎপাদন প্রকল্পের অধীনে সাতটি কারখানা গড়ার সম্মতি দিল কেন্দ্র। ২৪৯টি প্রস্তাব থেকে এগুলিকে বেছে নেওয়া হয়েছে। মোট লগ্নি ৫৫০০ কোটি টাকা। কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান, এর ফলে বৈদ্যুতিন যন্ত্রাংশ ক্ষেত্রে আমদানি ২০,০০০ কোটি ডলার কমতে পারে।
বাণিজ্য বৈঠক
}} ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বাণিজ্য কমিশনার মারোস সেফকোভিচের সঙ্গে ব্রাসেলসে বৈঠক করলেন ভারতের বাণিজ্যমন্ত্রী পীযূষ গয়াল। সোমবার তিনি এক্স-এ জানিয়েছেন, দু’পক্ষের বাণিজ্য আলোচনায় গতি বাড়ানো নিয়ে কথা হয়েছে বৈঠকে।