রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে বিদেশি লগ্নি বাড়াতে উদ্যোগ
নিজস্ব প্রতিবেদন
রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের সর্বোচ্চ ৪৯% শেয়ার বিদেশি লগ্নিকারীদের জন্য খুলে দিতে উদ্যোগী হয়েছে মোদী সরকার। সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, বিশ্বস্ত সূত্রের খবর, সেখানে প্রত্যক্ষ বিদেশি লগ্নির (এফডিআই) ঊর্ধ্বসীমা দ্বিগুণেরও বেশি বাড়াতে রিজ়ার্ভ ব্যাঙ্কের সঙ্গে আলোচনা শুরু করেছে অর্থ মন্ত্রক। এ ব্যাপারে অর্থ মন্ত্রক এবং আরবিআইয়ের কাছে ই-মেলের মাধ্যমে জানতে চাওয়া হলেও উত্তর মেলেনি, জানিয়েছে সংবাদ সংস্থাটি। এ দিকে এই কথা জানাজানি হতেই তীব্র ক্ষোভ প্রকাশ করেছে কর্মী ইউনিয়নগুলি। তাদের বার্তা, কেন্দ্র এই পথে পা বাড়ালে দেশ জুড়ে শুরু হবে প্রতিবাদ-আন্দোলন। ধর্মঘটও ডাকা হতে পারে। রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে এখন এফডিআই-এর ঊর্ধ্বসীমা ২০%। বেসরকারি ব্যাঙ্কে তা ৭৪%। সূত্রের দাবি, এই ফারাক কমাতে চাইছে কেন্দ্র।
একাংশের অভিযোগ, রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক বেসরকারিকরণেরই চেষ্টা এটা। তবে আরও ভয়ানক। দেশের সম্পদকে বিদেশিদের হাতে তুলে দেওয়ার পরিকল্পনা। এতে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে আরও বিদেশি পুঁজি ঢুকবে। কেন্দ্রের লাভ হবে। দেশের সাধারণ মানুষের স্বার্থ দেখার মতো কেউ থাকবে না।
বেশ কিছু দিন ধরে ভারতীয় ব্যাঙ্ক নিয়ে বিদেশি লগ্নিকারীদের আগ্রহ বাড়ছে। সম্প্রতি আরবিএলের ৬০% শেয়ার কিনেছে দুবাইয়ের এমিরেটস এনডিবি। ঢেলেছে ৩০০ কোটি ডলার। ১৬০ কোটি ডলারে ইয়েস ব্যাঙ্কের ২০% অংশীদারি কেনার পরে লগ্নি বাড়িয়ে আরও ৪.৯৯% ঝুলিতে পুরেছে জাপানের সুমিতোমো মিতসুই ব্যাঙ্কিং কর্পোরেশন। সূত্রের দাবি, মূলধন বাড়াতে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের কর্তৃপক্ষেরাও বিদেশি পুঁজি পেতে আগ্রহী। তাই এই উদ্যোগ।
ব্যাঙ্ক সংগঠন এআইবিএ-র সভাপতি রাজেন নাগর এবং ‘অল ইন্ডিয়া ন্যাশনালাইজ়ড ব্যাঙ্ক অফিসার্স ফেডারেশন’-এর সাধারণ সম্পাদক সঞ্জয় দাসের হুঁশিয়ারি, রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে কেন্দ্র এফডিআই-এর ঊর্ধ্বসীমা বাড়াতে চাইলে দেশ জুড়ে বড় মাপের আন্দোলনে নামবেন তাঁরা। ডাকা হবে ধর্মঘট। বিরেধিতা করেছেন ব্যাঙ্ক সংগঠনগুলির যৌথ মঞ্চ ইউএফবিইউ-র আহ্বায়ক সুদীপ দত্তও। বলেন, ‘‘টাকা রাখার ব্যাপারে বেসরকারি ব্যাঙ্কের থেকে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে আস্থা বেশি সাধারণ মানুষের। তাই তা সামলানোর কাজে বিদেশিদের ভূমিকা বাড়ানোর বিরুদ্ধে আমরা। কেন্দ্র সেটা না মানলে আন্দোলনের মুখে পড়তে হবে। রাজেনের বার্তা, ‘‘বিদেশি লগ্নির রাস্তা চওড়া করা হলে আগামী দিনে ব্যাঙ্কিং শিল্পের রাশ বিদেশিদের হাতে চলে যাবে না, তার গ্যারান্টি কোথায়?’’ সঞ্জয়ের অভিযোগ, এই কারণেই ব্যাঙ্ক পরিচালনার ক্ষেত্রে বেশ কিছু নিয়ম শিথিল করেছে কেন্দ্র। দেশে এখন ১২টি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক। গত মার্চের হিসাবে তাদের মোট সম্পদ ১৭১ লক্ষ কোটি টাকা। যা দেশের ব্যাঙ্ক শিল্পের মোট সম্পদের ৫৫%।
সর্বোচ্চ ৪৯%
রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে বিদেশি লগ্নির ঊর্ধ্বসীমা ২০%।
তা বাড়াতে কেন্দ্র-রিজ়ার্ভ ব্যাঙ্ক আলোচনা চলছে বলে রয়টার্সের খবর।
ক্ষুব্ধ ব্যাঙ্ক ইউনিয়নগুলি।