ঋণপত্রে লগ্নি
নিজস্ব প্রতিবেদন
ঋণপত্রের বাজারে সাধারণ লগ্নিকারীদের অংশগ্রহণ বাড়াতে চাইছে বাজার নিয়ন্ত্রক সেবি। সেই লক্ষ্যে নির্দিষ্ট কিছু শ্রেণির লগ্নিকারীকে বিশেষ সুবিধা দেওয়ার সুপারিশ করেছে তারা। সম্প্রতি এক আলোচনাপত্র প্রকাশ করে তাদের বক্তব্য, ওই সমস্ত শ্রেণির জন্য বাজারে প্রথম ঋণপত্রের (পাবলিক ইসু) দামে ছাড় দেওয়া যেতে পারে। কিংবা দেওয়া যেতে পারে কিছুটা বেশি কুপন রেট (বন্ডে সুদের হার)।
অপরিবর্তনযোগ্য ডিবেঞ্চার সংক্রান্ত সেবির এক রিপোর্টে দেখা গিয়েছে, ২০২৩-২৪ অর্থবর্ষে এই ধরনের ঋণপত্রে লগ্নির অঙ্ক ছিল ১৯,১৬৮ কোটি টাকা। কিন্তু ২০২৪-২৫ সালে ৮১৪৯ কোটিতে নেমেছে। তার পরেই নড়েচড়ে বসেছে সেবি। প্রস্তাব, প্রবীণ, মহিলা, সশস্ত্র বাহিনীর কর্মী-সহ লগ্নিকারীদের একাংশকে বাড়তি সুবিধা দেওয়া হোক।