বহুতল ‘দখল’ ঘিরে গোলমাল, ধৃত তিন
নিজস্ব সংবাদদাতা
একটি বহুতলের একাংশ দখলকে কেন্দ্র করে গোলমালের জেরে উত্তেজনা ছড়াল এলাকায়। সোমবার ঘটনাটি ঘটেছে কসবার জিএসটি ভবনের কাছে। এই ঘটনায় চাঁদু খান নামে এক বৃদ্ধ গুরুতর জখম অবস্থায় রুবি মোড়ের কাছে একটি
বেসরকারি হাসপাতালে ভর্তি। তাঁর চোখে আঘাত লেগেছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই বহুতলে এ দিন আসেন চাঁদু ও তাঁর ছেলে রনি খান। চাঁদুর এক আত্মীয় রাজর্ষি খানের অভিযোগ, ‘‘ওই
বহুতলের দু’টি তল অবৈধ ভাবে দখল করে রেখেছেন স্থানীয় বিজেপি নেতা রাকেশ সিংহ। এ দিন সেই অংশ দখলমুক্ত করতে আসেন চাঁদু ও রনি। সেই সময়ে আচমকাই রাকেশ ও তাঁর সঙ্গীরা ওঁদের উপরে হামলা চালায়।’’ অভিযোগ, চাঁদুর চোখে অ্যাসিড জাতীয় রাসায়নিক ছোড়া
হয়। তাতে ওই বৃদ্ধের চোখ গুরুতর ভাবে জখম হয়। যদিও রাকেশ সব অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন, চাঁদু ও তাঁর দলবলই তাঁদের উপরে হামলা চালিয়েছে। বিকেলে কসবা থানার সামনে উভয় পক্ষের অনুগামীরা জড়ো হওয়ায় ফের উত্তেজনা ছড়ায়। পুলিশের বিশাল বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ জানিয়েছে, উভয় পক্ষই অভিযোগ দায়ের করেছে। ঘটনায় রাকেশ-সহ তিন জনকে গ্রেফতার করা হয়েছে।