অদলবদল
বাংলা মেগার টিআরপি তালিকায় অদলবদলের যে ধারা চলছিল, এ বারও তার রেশ রয়েছে। ব্রডকাস্ট অডিয়েন্স রিসার্চ কাউন্সিল (বার্ক) ১৫ প্লাস আরবান ও রুরাল –এর তথ্য অনুযায়ী এ বারও প্রথম স্থানে জায়গা করে নিয়েছে ‘রাঙামতী তিরন্দাজ’। পরের স্থানে রয়েছে ‘পরশুরাম আজকের নায়ক’। তৃতীয় স্থানে উঠে এসেছে ‘ও মোর দরদিয়া’। চারে ‘পরিণীতা’। এ বার পিছিয়ে পাঁচে পৌঁছে গেল ‘লক্ষ্মী ঝাঁপি’।
বার্কের ১৫ প্লাস আরবানের তালিকায় ফের প্রথম স্থানে জায়গা করে নিয়েছে ‘পরিণীতা’। উপরের দিকে উঠে এসেছে ‘জগদ্ধাত্রী’ও। এ বার তার স্থান দুইয়ে। দিতিপ্রিয়া রায় ও জীতু কমলের ‘চিরদিনই তুমি যে আমার’ তালিকার তৃতীয় স্থানে জায়গা করে নিয়েছে। যৌথ ভাবে তালিকার চারে রয়েছে ‘পরশুরাম আজকের নায়ক ’ ও ‘ফুলকি’। পঞ্চমে ‘আমাদের দাদামণি’।
‘পরিণীতা’ ধারাবাহিকের দৃশ্য