দয়িতাপতিকে নিলম্বিত করলেন মন্দির কর্তৃপক্ষ
নিজস্ব সংবাদদাতা
দিঘা: দিঘায় নতুন জগন্নাথ মন্দির বিতর্কে নাম জড়িয়েছিল তাঁর। সেই সূত্রেই এ বার দয়িতাপতি নিয়োগ সম্পাদক রামকৃষ্ণ দাস মহাপাত্র ওরফে রাজেশ দয়িতাপতিকে এক মাসের জন্য নিলম্বিত (সাসপেন্ড) করল পুরীর ‘মন্দির প্রশাসন কমিটি’ (শ্রী জগন্নাথ টেম্পল অ্যাডমিনিস্ট্রেশন)। রবিবার ওই কমিটির প্রধান অরবিন্দকুমার পাধি এই শাস্তির নির্দেশ দিয়েছেন। আগামী ৩০ দিন পুরীর মন্দিরে প্রবেশও করতে পারবেন না রাজেশ।
দিঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনে রাজেশই ছিলেন পুরীর প্রধান প্রতিনিধি। আরও ৬০ জনকে পুরী থেকে এনেছিলেন তিনি। পুরীর নবকলেবরের পবিত্র নিমকাঠের (দারু) উদ্বৃত্ত দিয়ে দিঘার মন্দিরে জগন্নাথ বিগ্রহ তৈরি ঘিরে বিতর্কে জড়িয়ে পড়েন রাজেশ। এই বিষয়ে তাঁর পৃথক বিবৃতি নিয়েও প্রশ্ন ওঠে। রাজেশকে দু’বার কারণ দর্শানোর নোটিস দিয়েছিল পুরীর মন্দির কমিটি। রবিবার তার চূড়ান্ত সময়সীমা শেষ হতেই তাঁকে সাসপেন্ড করা হয়।
রাজেশ ফোন ধরেননি। রবিবার রাতে এক্স হ্যান্ডেলে একটি পোস্টে পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মন্দির প্রশাসনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। রামনগরের তৃণমূল বিধায়ক অখিল গিরি পাল্টা বলেন, ‘‘পুরী আর দিঘার মন্দির হয়েছে মানুষের জন্য। সেই মন্দির উদ্বোধনে এসে যদি দয়িতাপতিকে সাসপেন্ড হতে হয়, তাহলে সেটা রাজনীতি ছাড়া আর কিছুই নয়।’’