‘তব চরণে নত মাথা’
ভোপাল, ১৬ মে: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসা করতে গিয়ে দেশের সশস্ত্র বাহিনীকে নিয়ে বেফাঁস মন্তব্য করে বসলেন মধ্যপ্রদেশের উপমুখ্যমন্ত্রী জগদীশ দেবড়া। শুক্রবার তিনি বলেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে কঠোর পদক্ষেপ করেছেন এবং যে জবাব দিয়েছেন, তার জন্য আজ গোটা দেশ ও সেনাবাহিনী তাঁর চরণে মাথা ঠেকিয়েছে।” মধ্যপ্রদেশের উপমুখ্যমন্ত্রীর মন্তব্য সশস্ত্র বাহিনীর প্রতি ‘অপমান’ বলে মনে করেছে কংগ্রেস। গোয়া প্রদেশ যুব কংগ্রেসের এক্স-হ্যান্ডলে লেখা হয়েছে, ‘ভারতীয় সেনা প্রধানমন্ত্রী মোদীর পায়ে মাথা ঠেকায়— এ কথা শুধু অসম্মানজনক নয়, এটি সশস্ত্র বাহিনীর ত্যাগ, বীরত্ব ও মর্যাদার প্রতিও অপমান। বিজেপি নেতা জগদীশ দেবড়ার মন্তব্য লজ্জাজনক।’ সংবাদ সংস্থা