বন্ধু, দেখা হবে
কান চলচ্চিত্র উৎসবে দেখা হয়ে গেল দুই পুরনো বন্ধুর। অনুপম খেরের সঙ্গে রবার্ট ডি’নিরোর সাক্ষাতের সেই মুহূর্ত সমাজমাধ্যমের পোস্টে ধরা পড়েছে। এ বারের উৎসবে প্রিমিয়ার হতে চলেছে অনুপম পরিচালিত ছবি ‘তন্বী: দ্য গ্রেট’-এর। অন্য দিকে, ডি’নিরোকে সাম্মানিক পাম ডি’ওর প্রদান করা হয়েছে উৎসব কর্তৃপক্ষের তরফে। দুই অভিনেতা দীর্ঘ দিন পরে পরস্পরকে দেখতে পেয়ে আবেগে ভাসলেন। অনুপম তাঁর ছবির কলাকুশলীদের সঙ্গেও পরিচয় করিয়ে দেন ডি’নিরোকে। ‘সিলভার লাইনিং প্লেবুক’-এ একসঙ্গে অভিনয় করেছিলেন অনুপম এবং ডি’নিরো। তার পর থেকেই দু’জনের মধ্যে বন্ধুত্ব তৈরি হয়। সেই যোগাযোগ এখনও অক্ষুণ্ণ। ডি’নিরোর পাম ডি’ওর প্রাপ্তির খবর পেয়েই সমাজমাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করে পোস্ট করেছিলেন অনুপম। বন্ধুর সঙ্গে দীর্ঘ দিন পরে দেখা হওয়ার ছবিও ইনস্টাগ্রামে পোস্ট করেছেন তিনি।