কাশ্মীর প্রসঙ্গে বাতিল কনসার্ট
নিজের আগামী কনসার্ট বাতিল করে দিলেন অরিজিৎ সিংহ। মঙ্গলবার পহেলগামে ঘটে যাওয়া ভয়াবহ হত্যাকাণ্ডের পরে এই সিদ্ধান্ত নিয়েছেন শিল্পী। আগামী রবিবার চেন্নাইয়ে তাঁর শো করার কথা ছিল। আয়োজকদের সঙ্গে মিলিত সিদ্ধান্ত নিয়ে সেই শো বাতিল করেছেন অরিজিৎ। টিকিটের টাকা ফেরত দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন তাঁরা। অন্য দিকে, সঙ্গীত পরিচালক অনিরুদ্ধ রবিচন্দরও তাঁর আসন্ন বেঙ্গালুরু শোয়ের টিকিট বিক্রি বাতিল করে দিয়েছেন।
কাশ্মীরের ঘটনার জেরে অরিজিৎ সম্প্রতি সমালোচিত হয়েছেন সমাজমাধ্যমে। কারণ, পাক অভিনেতা ফওয়াদ খান অভিনীত আসন্ন ছবি ‘আবির গুলাল’-এ তাঁর একটি গান রয়েছে। কাশ্মীরের ঘটনার পরে সেই ছবিতে গাওয়া নিয়ে অরিজিৎ ও তাঁর সহশিল্পী শিল্পা রাও সমালোচনার মুখে পড়েছেন।