সচিন ৫২: বার্তা যুবিদের
নিজস্ব প্রতিবেদন
২৪ এপ্রিল: বৃহস্পতিবার ৫২ বছরে পা দিলেন ‘ক্রিকেটের ঈশ্বর’ সচিন তেন্ডুলকর। আন্তর্জাতিক স্তরে অভিষেকের পরের বছরগুলিতে যিনি ক্রিকেটকে বিশ্বব্যাপী ছড়িয়ে দিয়েছিলেন। শুধু ভক্তরাই নয়, শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন যুবরাজ সিংহ থেকে এবি ডিভিলিয়ার্সরা।
যুবরাজ সমাজমাধ্যমে লিখেছেন, “আমার ছোটবেলার নায়ক। আমাদের প্রত্যেক দিনের যাপনের মধ্যেও ক্রিকেটকে ঢুকিয়ে দিয়েছে।” হরভজন আবার বলেছেন, “আপনি শুধু ক্রিকেটের আদর্শই নয়, আত্মত্যাগ, ভদ্রতা এবং উৎকর্ষের প্রকৃত নিদর্শন।”