পুরনো মেগা তালিকায় সেরা
এই সপ্তাহে বাংলা মেগার টিআরপি তালিকায় নতুনদের টেক্কা দিল ‘জগদ্ধাত্রী’। গল্পে নতুন মোড় আসতেই ফের প্রথম স্থানে ‘জগদ্ধাত্রী’। ধারাবাহিকে কাঁকনের ভাত-কাপড়ের সমস্ত দায়িত্ব তুলে নিয়েছে ছদ্মবেশী দুর্গা। জগদ্ধাত্রীকে অপহরণ করে মেরে ফেলার ছক কষেছে উৎসব। দুর্গাকে মালিকানার স্বীকৃতি দিতে কী করবে রাজনাথ? মাকে বাঁচাতে গিয়ে দুর্গা কি ধরা পড়বে স্বয়ম্ভুর সামনে? জানা যাবে আগামী পর্বে। এ বার প্রথম স্থানটি ধরে রাখতে পারল না ‘ফুলকি’। এই সপ্তাহে দ্বিতীয় স্থানে নেমে এসেছে এই ধারাবাহিক। একই স্থানে রয়েছে ‘পরিণীতা’-ও। টানা কয়েক মাস ধরে প্রথমে ছিল, কিন্তু গত সপ্তাহ থেকে পিছিয়ে পড়েছে ‘পরিণীতা’। তৃতীয় স্থানে ‘পরশুরাম আজকের নায়ক’। চতুর্থে ‘রাঙামতি তীরন্দাজ’। পাঁচে ‘গীতা এলএল.বি’।
তালিকার ষষ্ঠ স্থানে ‘গৃহপ্রবেশ’ ও ‘চিরদিনই তুমি যে আমার’ মেগা দু’টি জায়গা করে নিয়েছে। বড় চমক দিয়েও লাভ হল না ‘কথা’র। তার স্থান এ বার সপ্তমে। এই সপ্তাহে অষ্টমে সুদীপ মুখোপাধ্যায় ও অপরাজিতা ঘোষের ‘চিরসখা’। অনেকটাই নেমে নবম স্থানে চলে গিয়েছে ‘কোন গোপনে মন ভেসেছে’। দশমে ‘অনুরাগের ছোঁয়া’ ও ‘রোশনাই’।
তথ্য: বার্ক (ব্রডকাস্ট অডিয়েন্স রিসার্চ কাউন্সিল) প্রাইম টাইম প্রোগ্রাম পারফরম্যান্স, ডব্লুবিইউ-১৫ প্লাস
‘জগদ্ধাত্রী’ ধারাবাহিকের দৃশ্য