খুনের হুমকি গম্ভীরকে
নিজস্ব প্রতিবেদন
২৪ এপ্রিল: প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে গৌতম গম্ভীরকে। জানা গিয়েছে, এই হুমকি দিয়েছে ‘আইএসআইএস কাশ্মীর’। বুধবার দিল্লি পুলিশের রাজেন্দ্র নগর থানা এবং দিল্লি পুলিশের সেন্ট্রাল ডেপুটি কমিশনারের দ্বারস্থ হন রোহিত শর্মাদের কোচ। অনুরোধ করেন, তাঁর এবং তাঁর পরিবারের নিরাপত্তা সুনিশ্চিত করার। সরকারের পক্ষ থেকে উপযুক্ত পদক্ষেপও করা হয়েছে।
২২ এপ্রিল গম্ভীর হুমকির দু’টি ইমেল পান। একটি দুপুরে এবং অন্যটি সন্ধ্যায়। ২০২১ সালের নভেম্বরে যখন গৌতম গম্ভীর সাংসদ ছিলেন, তখনও তিনি একই ধরনের হুমকির ইমেল পেয়েছিলেন। বৃহস্পতিবার দিল্লি পুলিশ জানিয়েছে, প্রাণনাশের হুমকি নিয়ে তদন্ত শুরুও করা হয়েছে। এমনিতে গম্ভীর দিল্লি পুলিশের সুরক্ষা পান। কাশ্মীরে হামলার পরে গম্ভীর তাঁর পোস্টে লিখেছিলেন, ‘‘প্রাণ হারানোদের পরিবারের জন্য প্রার্থনা। যারা এই ঘটনার জন্য দায়ী, তাদের জবাব দিতেই হবে। ভারত
প্রতিশোধ নেবেই।’’