ওয়াকফ জবাব
}} ওয়াকফ সম্পত্তি ও মুসলিমদের ধর্মীয় অনুদান পরিচালনার ক্ষেত্রে অনেক ‘ধর্মনিরপেক্ষ’ কাজ আছে বলে সুপ্রিম কোর্টে জানাল নরেন্দ্র মোদী সরকার। সংশোধিত ওয়াকফ আইনের বিরুদ্ধে মামলায় শুক্রবার এ কথা জানিয়েছে কেন্দ্র। ওয়াকফ সম্পত্তির পরিচালনা পর্ষদে অ-মুসলিমদের নিয়োগের প্রয়োজনীয়তা সংক্রান্ত প্রশ্নের জবাবে এ কথা জানিয়েছে তারা। কেন্দ্রের তরফে জানানো হয়েছে, ওয়াকফ আইনের পরিবর্তনের ফলে ‘একান্ত প্রয়োজনীয় ধর্মীয় আচরণ’-এ হস্তক্ষেপ করা হবে না। ওয়াকফের মূল বিষয় অর্থাৎ ধর্মীয় অনুদানের উদ্দেশ্যে সম্পত্তি দান ও সেই সম্পত্তি থেকে পাওয়া আয়ের ধর্মীয় কাজে ব্যবহার আইনি দিক থেকে সুরক্ষিত রয়েছে। আইন পরিবর্তনের ফলে ওয়াকফের ধর্মীয় দিকের কোনও পরিবর্তন হয়নি।
সরব ইউটিইউসি
}} শ্রম-কোড বাতিল, অসংগঠিত ক্ষেত্রের জন্য ন্যূনতম বেতন, সবাইকে সামাজিক সুরক্ষা দেওয়া-সহ বিভিন্ন দাবিকে সামনে রেখে শুক্রবার কলকাতা পুরসভার কাছে কেন্দ্রীয় সমাবেশ করল আরএসপি-র শ্রমিক সংগঠন ইউটিইউসি। চা-বাগান, চটকল, বিড়ি, ইঞ্জিনিয়ারিং, অসংগঠিত-সহ নানা ক্ষেত্রের শ্রমিকদের নিয়ে ছিল সমাবেশ। সংগঠনের সাধারণ সম্পাদক অশোক ঘোষ কাশ্মীরে জঙ্গি-হানার নিন্দার পাশাপাশি নিরাপত্তায় ‘গাফিলতি’র অভিযোগ করে তা নিয়ে তদন্তের দাবি তুলেছেন। বিভাজনের বিরুদ্ধে শ্রমিক ঐক্য গড়ে তোলার ডাকও দিয়েছেন সংগঠনের নেতৃত্ব। ছিলেন সংগঠনের নেতা নির্মল দাস, প্রাক্তন সাংসদ মনোহর তিরকি, রাজ্য সম্পাদক দীপক সাহা, মুজিবুর রহমান, মিলি ওরাওঁ, দীপক দাস প্রমুখ। সংগঠনের প্রতিনিধিদল শ্রমমন্ত্রী মলয় ঘটকের কাছে দাবিপত্র দিয়েছে। কেন্দ্রীয় শ্রমিক সংগঠনগুলি আগামী ২০ মে দেশ জুড়ে যে ধর্মঘটের ডাক দিয়েছে, তা-ও সফল করার আহ্বান জানিয়েছেন ইউটিইউসি নেতৃত্ব।
স্কুলে মূর্তি
}} যাদবপুরের বাঘাযতীন হাই স্কুলের প্রাক্তনী সংগঠনের উদ্যোগে শুক্রবার স্কুলে মনীষীদের মূর্তি স্থাপিত হল। স্কুলে সুভাষচন্দ্র বসুর মূর্তির উদ্বোধন করেছেন নেতাজি রিসার্চ ব্যুরোর অধিকর্তা সুমন্ত্র বসু। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তির উদ্বোধন করেন ‘মিশন বিদ্যাসাগরে’র কর্ণধার অমিতাভ বন্দ্যোপাধ্যায়, স্বামী বিবেকানন্দের মূর্তির উদ্বোধন করেন গোলপার্ক রামকৃষ্ণ মিশনের সম্পাদক স্বামী সুপর্ণানন্দ। উপস্থিত ছিলেন ৯৮ নম্বর ওয়ার্ডের পুর-প্রতিনিধি তথা স্কুল পরিচালন সমিতির সভাপতি অরূপ চক্রবর্তী, প্রধান শিক্ষক প্রফুল্ল রং, প্রাক্তনী সংগঠনের সম্পাদক বিশ্বনাথ চৌধুরী প্রমুখ।