সাকেতের বেতন-সিদ্ধান্ত
নিজস্ব সংবাদদাতা
নয়াদিল্লি, ২৫ এপ্রিল: মানহানির মামলায় তৃণমূলের রাজ্যসভার সাংসদ সাকেত গোখলের প্রতি মাসের বেতনের দুই-তৃতীয়াংশ কেটে নেওয়ার নির্দেশ দিয়েছে দিল্লি হাই কোর্ট। সাকেতের পাশে দাঁড়াতে তৃণমূলের বাকি ৪০ জন সাংসদ তাঁকে প্রতি মাসে ৪,০০০ টাকা করে দেবেন। লোকসভা এবং রাজ্যসভার তৃণমূলের সংসদীয় দলের নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং ডেরেক ও’ব্রায়েন শুক্রবার এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন।
বিবৃতিতে সুদীপ এবং ডেরেক লিখেছেন, ‘প্রতিশোধের রাজনীতি করতে গিয়ে সংসদের ভিতরে-বাইরে সাংসদদের কণ্ঠস্বর সরকার দমিয়ে দিতে চাইলেও আমরা তা হতে দেব না। কারণ, আমরা একটা পরিবার। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।’
যদিও বেতন কাটার বিষয়ের সঙ্গে সরকারের সংযোগ নেই। মানহানির মামলায় হেরে যাওয়ায় সাকেতের বেতন কাটার নির্দেশ দিয়েছে দিল্লি হাই কোর্টের বিচারপতি প্রীতম অরোরার বেঞ্চ। তবে তৃণমূলের বক্তব্য, বাজেট অধিবেশনে যে ভাবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মুখের উপর রাজনৈতিক প্রতিবাদ করেছিলেন সাকেত, তার মূল্য চোকাতে হচ্ছে তাঁকে। প্রাক্তন কূটনীতিবিদ তথা কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিংহ পুরির স্ত্রী লক্ষ্মী পুরি দিল্লি হাই কোর্টে সাকেতের বিরুদ্ধে মানহানির মামলা করেছিলেন। তার ভিত্তিতেই আদালত নির্দেশ দিয়েছে, প্রতি মাসে সাকেতের সাংসদ হিসাবে প্রাপ্ত বেতনের দুই-তৃতীয়াংশ কেটে নিতে হবে।