সাংবাদিকের প্রশ্নে
}} জম্মু-কাশ্মীর ও পাকিস্তানের বিষয়ে পাকিস্তানের এক সাংবাদিকের প্রশ্নের উত্তর দিতে নারাজ হল আমেরিকার ডোনাল্ড ট্রাম্পের সরকার। আমেরিকার বিদেশ মন্ত্রকের মুখপাত্র ট্যামি ব্রুসকে পাক সাংবাদিক প্রশ্ন করেন, প্রথম বার ক্ষমতায় আসার পরে ট্রাম্প কাশ্মীর প্রসঙ্গে যে ভাবে ভারত ও পাকিস্তানের মধ্যে মধ্যস্থতা করার কথা জানিয়েছিলেন, দ্বিতীয় বার ক্ষমতায় আসার পরেও কি তাঁর এমন ইচ্ছা রয়েছে? এই প্রসঙ্গ এড়িয়ে যান ট্যামি।
নিহত রুশ কর্তা
}} আইডি বিস্ফোরণে নিহত হলেন রুশ সেনার এক উচ্চপদস্থ কর্তা। রুশ সংবাদসংস্থা সূত্রে খবর, শুক্রবার সকালেই একটি গাড়ি বিস্ফোরণে মৃত্যু হয় জেনারেল ইয়ারোস্লাভ মোসকালিকের। প্রথমে দুর্ঘটনা মনে করা হলেও তদন্তে জানা যায়, যে গাড়িতে করে ইয়ারোস্লাভ যাচ্ছিলেন, সেটির ভিতরে আইডি ছিল। সেটি ফেটে যাওয়ায় প্রাণ হারান ইয়ারোস্লাভ।
কানাডা প্রসঙ্গে
}} কানাডাকে আমেরিকার ৫১ তম প্রদেশ হিসেবে যুক্ত করা নিয়ে রাজি হলেন না কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নে। সূত্রের খবর, ২৮ মার্চের ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এই প্রসঙ্গে তাঁর কথা হয়। পরে কার্নে জানান, সে দিনের মূল কথার উপরেই তিনি বেশি ভাবছেন, বাকি খুঁটিনাটি নিয়ে নয়।
মহাকাশে ৬ চিনা
}} মহাকাশে চিনের স্পেস স্টেশনে পৌঁছলেন সে দেশের তিন মহাকাশচারী। শুক্রবার বেজিংয়ের সময় অনুযায়ী রাত একটা ১৭ মিনিটে তাঁরা স্পেস স্টেশনে পা রাখেন। সেখানে থাকা আরও তিন জন মহাকাশকারীর সঙ্গে ছবি প্রকাশ করেছে চিন।