কমল ঋণে সুদ
}} এ বার ঋণে সুদ কমাল ইন্ডিয়ান ব্যাঙ্ক এবং এলআইসি হাউসিং ফিনান্স। ব্যাঙ্কটি জানিয়েছে, রিজ়ার্ভ ব্যাঙ্কের ঋণনীতির পথে হেঁটেই তাদের গৃহ এবং গাড়িঋণে সুদের হার কমানো হয়েছে ২৫ বেসিস পয়েন্ট করে। তা হচ্ছে যথাক্রমে ৭.৯% এবং ৮.২৫%। একই হারে সুদের হার কমিয়েছে গৃহঋণ সংস্থাটিও। এলআইসি হাউসিং ফিনান্স বলেছে, গৃহঋণে সুদ শুরু হবে ৮% থেকে। ২৮ এপ্রিল থেকে তা কার্যকর হবে।
বিদ্যুতের চাহিদা
}} গ্রীষ্মের শুরুতেই রাজ্যে বিদ্যুতের চাহিদা পেরোল ১০,০০০ হাজার মেগাওয়াট। ২৪ এপ্রিল, বৃহস্পতিবার রাত ১১টায় পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থার অধীনস্থ অঞ্চলে বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা ছিল ১০,০৯০ মেগাওয়াট। এর আগে গত বছর ১৬ জুন তা উঠেছিল রেকর্ড ১০,৫০৭ মেগাওয়াটে। অন্য দিকে, বৃহস্পতিবার সিইএসসি এলাকায় বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা ছিল ২৫০৭ মেগাওয়াট।
ট্রাইয়ের বৈঠক
}} ভুয়ো ও জালিয়াতি ফোন কল ও মেসেজ থেকে গ্রাহকদের রক্ষা করতে সব ক্ষেত্রের নিয়ন্ত্রকদের সঙ্গে বৈঠক করল টেলি নিয়ন্ত্রক ট্রাই। ডিজ়িটাল অ্যারেস্ট রোখার বিভিন্ন পন্থা খোঁজা, টেলি বিপণন ফোনের ক্ষেত্রে ১৬০০ সিরিজ়ের নম্বর আরও জনপ্রিয় করা এবং ওটিটি মাধ্যমে ভুয়ো কল ও মেসেজ নিয়েও এ দিন কথা হয়।