শুল্ক যুদ্ধের ফলে ধাক্কা শিল্পের আস্থায়: সমীক্ষা
বেঙ্গালুরু ও নয়াদিল্লি, ২৫ এপ্রিল: শুল্ক যুদ্ধের জের ভারত-সহ বিভিন্ন দেশের অর্থনীতিতে ধাক্কা দিতে পারে বলে জানাচ্ছে উপদেষ্টা সংস্থা তথা অর্থনীতিবিদেরা। যে কারণে দেশের আর্থিক বৃদ্ধির পূর্বাভাস ছাঁটাই করছে আইএমএফ থেকে শুরু করে রেটিং সংস্থাগুলি। এ বার সেই আশঙ্কার কথা জানিয়ে সংবাদ সংস্থা রয়টার্সের সমীক্ষা বলছে, শিল্পের আস্থায় প্রভাব ফেলছে বাণিজ্য যুদ্ধ। ফলে মাথা নামাতে পারে বেসরকারি লগ্নি। এ সবের জেরে
২০২৫-২৬ সালে ভারতের জিডিপি বাড়তে পারে গড়ে ৬.৩% হারে। তবে শুক্রবার উপদেষ্টা ইওয়াই বলেছে, চলতি বছরে ভারতের বৃদ্ধির হার দাঁড়াতে পারে ৬.৫%। বিশ্বের অস্থিরতা মধ্যে তাকে এগোতে সাহায্য করবে অশোধিত তেলের কম দাম। যার হাত ধরে মাথা নামাতে পারে মূল্যবৃদ্ধিও।
গত ১৫-২৪ এপ্রিল ৫৪ জন অর্থনীতিবিদকে নিয়ে করা রয়টার্সের সমীক্ষা অনুসারে, সদ্য সমাপ্ত অর্থবর্ষে
দেশের অর্থনীতি যে হারে বেড়েছিল, এ বারও তার বদল হবে না। বিশেষত, প্রতি বছর কাজের বাজারে যোগ দেওয়া তরুণ প্রজন্মের বড় অংশ ভাল কাজ পাচ্ছেন না। কেন্দ্র পরিকাঠামোয় জোর দিলেও, গত এক দশকে সে ভাবে বেসরকারি লগ্নি চোখে পড়েনি। এই সবই ভারতের অর্থনীতির প্রকৃত ক্ষমতা প্রকাশ হতে দিচ্ছে না।
অধিকাংশ অর্থনীতিবিদের বক্তব্য, বাণিজ্য যুদ্ধ দেশের শিল্পের আস্থায় ধাক্কা দিয়েছে। অনিশ্চিত আবহাওয়ায় কোনও সংস্থাই সিদ্ধান্ত নিতে চাইছে না। সোশিয়েট জেনারেল-এর কুণাল কুণ্ডুর মতে, ‘‘মধ্যবিত্ত মানুষ সংসার চালাতে নাজেহাল হচ্ছেন। আবাসন, যাত্রী গাড়ি, দু’চাকার বিক্রি কমছে। এর মূল কারণ খুঁজে বার করা উচিত।’’ এই প্রসঙ্গেই ভারতের এখন ‘১৯৯১ সালের মতো ঘটনা’ জরুরি বলে মত তাঁর। যখন উদারিকরণের পথে হেঁটে গতি এসেছিল দেশের অর্থনীতিতে।
সংবাদ সংস্থা