শিল্পের প্রস্তাব চায় সরকার
নিজস্ব সংবাদদাতা
নতুন শিল্পনীতি আনার তোড়জোড় করছে রাজ্য সরকার। সে জন্য এখানকার বণিকসভাগুলির কাছ থেকে পরামর্শ চাইল তারা। গত সপ্তাহে এই নিয়ে বিস্তারিত বৈঠক করেন পশ্চিমবঙ্গের শিল্পসচিব বন্দনা যাদব। শুক্রবার বণিকসভা সিআইআই ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিলের নবনির্বাচিত চেয়ারম্যান দেবাশিস দত্ত বলেন, ‘‘ওই বৈঠকে সমস্ত বণিকসভাকে শিল্পনীতি নিয়ে পরামর্শ জমা দিতে বলা হয়েছে আগামী ৩০ এপ্রিলের মধ্যে। সেই মতো সিআইআই-এর পক্ষ থেকে নির্দিষ্ট সময়ের মধ্যেই তা দিয়ে দেওয়া হবে।’’ দেবাশিস জানান, জমি নীতি, আর্থিক উৎসাহ দেওয়ার নীতি-সহ রাজ্যে লগ্নি করলে কী কী সুবিধা মিলতে পারে, সেই সব কিছু নিয়ে সামগ্রিক পরামর্শ দেবেন তাঁরা।
নির্দিষ্ট সময়ে পরামর্শ জমা দেওয়া হবে, জানিয়েছে মার্চেন্টস চেম্বার এবং ভারত চেম্বার-সহ অন্য বণিকসভাগুলিও। দেবাশিসের আশা, আগামী ৪-৬ মাসের মধ্যেই রাজ্য নতুন শিল্পনীতি প্রকাশ্যে আনতে পারে। প্রসঙ্গত, গত ফেব্রুয়ারিতে বিশ্ব বঙ্গ শিল্প সম্মেলনের (বিজিবিএস) পরে রাজ্যের তরফে শিল্প সংক্রান্ত সব নীতি বাতিল করে নতুন নীতি আনার সিদ্ধান্ত নেওয়া হয়।