পিএফে বদল
নয়াদিল্লি, ২৫ এপ্রিল: কোনও কর্মী এক
চাকরি ছেড়ে নতুন চাকরিতে যোগ দিলে তাঁর প্রভিডেন্ট ফান্ডের (পিএফ)
টাকা চটজলদি স্থানান্তর ও অ্যাকাউন্ট দ্রুত নতুন সংস্থার সঙ্গে যুক্ত করতে পদক্ষেপ করলেন কর্মী প্রভিডেন্ট ফান্ড কর্তৃপক্ষ। ঠিক হয়েছে, এখন থেকে নতুন সংস্থার অ্যাকাউন্টে পিএফের টাকা স্থানান্তর করতে পুরনো সংস্থার সায় লাগবে না। অ্যাকাউন্ট নতুন সংস্থায় জুড়তে লাগবে না পিএফের সংশ্লিষ্ট দফতরের অনুমতিও।
অ্যাকাউন্টের টাকা স্থানান্তরের সঙ্গে এখন পিএফের দু’টি দফতর যুক্ত থাকে। প্রথম, যেটির (সোর্স অফিস) সঙ্গে কর্মীর অ্যাকাউন্ট যুক্ত রয়েছে। দ্বিতীয়টি যেখানে (ডেস্টিনেশন অফিস) তা যাচ্ছে। আইন অনুযায়ী অ্যাকাউন্ট অন্যত্র নিতে ডেস্টিনেশন অফিসের সায় লাগে। নতুন ব্যবস্থায় লাগবে না। এ জন্য বিশেষ সফটওয়্যার এনেছে পিএফ দফতর। এ বার থেকে সব কাজ তার মাধ্যমেই হবে।
সংবাদ সংস্থা