নিয়োগ ঘিরে তোপ সুকান্তের, রাজ্যের পাল্টা
নিজস্ব সংবাদদাতা
পঞ্চদশ রোজগার মেলার মাধ্যমে শনিবার সারা দেশে প্রায় ৫১,০০০ তরুণ-তরুণী নিয়োগপত্র পেয়েছেন। কিন্তু এর মধ্যে পশ্চিমবঙ্গের ভাগ্যে জুটেছে সাকুল্যে ৪৪৩ জনের চাকরি। কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার এর দায় চাপিয়েছেন রাজ্য সরকারেরই ঘাড়ে। তাঁর দাবি, পশ্চিমবঙ্গে নিয়োগ সংক্রান্ত ‘দুর্নীতির’ জন্য সরকারি চাকরির প্রতি আস্থা হারাচ্ছেন রাজ্যের মানুষ। এই বক্তব্য অবশ্য খারিজ করে দিয়েছে রাজ্য।
শিক্ষক ও অশিক্ষক কর্মচারী নিয়োগ ঘিরে জালিয়াতির অভিযোগে রাজ্য উত্তাল। এ দিন দেশজুড়ে ৪৭ জায়গায় রোজগার মেলার মাধ্যমে নিয়োগপত্র তুলে দেওয়া হয়েছে নির্বাচিত কর্মপ্রার্থীদের হাতে। রাজ্যে বেলুড় মঠ ও জাতীয় গ্রন্থাগারে রোজগার মেলার আয়োজন করা হয়েছিল। কিন্তু পশ্চিমবঙ্গের মাত্র ৪৪৩ জন নিয়োগপত্র পেয়েছেন। এই সংক্রান্ত প্রশ্নের উত্তরে সুকান্ত বলেন, ‘‘নিয়োগ ঘিরে পশ্চিমবঙ্গে গত কয়েক বছরে যা দুর্নীতি হয়েছে, তাতে সরকারি চাকরির উপরে আস্থা হারাচ্ছেন বঙ্গবাসী। কেন্দ্রীয় সরকারি চাকরির পরীক্ষাতেও তাঁরা অংশ নিচ্ছেন কম।’’ রাজ্যের মন্ত্রী তথা তৃণমূল নেতা মানস ভুঁইয়া বলেন, ‘‘বছরে দু’কোটি চাকরির প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রী হয়েছিলেন নরেন্দ্র মোদী। তা হলে দেশে এখন আর বেকার থাকার কথা নয়। তা হয়েছে কি? ওঁদের কোনও কথারই গুরুত্ব নেই।’’ তাঁর কটাক্ষ, ‘‘বিজেপি চাকরি দেয় না, খায়। বাংলার ২৬ হাজার শিক্ষক-শিক্ষিকার অভিজ্ঞতা তা-ই।’’