মেয়েদের ক্রিকেটে জয়ী মোহনবাগান
সিএবি মেয়েদের ওয়ান ডে প্রতিযোগিতায় শনিবার কাশীপুর মাঠে মোহনবাগান ৪ রানে হারাল ইস্টবেঙ্গলকে। প্রথমে ব্যাট করে মোহনবাগান ৪৫ ওভারে ৯ উইকেটে তোলে ১৮৭। মোহনবাগানের দীপা দাস করেন ৫৮। ইস্টবেঙ্গল ক্লাবের পরমা মণ্ডল নেন ৩ উইকেট। জবাবে ইস্টবেঙ্গলের ইনিংস শেষ ১৮৩-৯। সমাইতা অধিকারী করেন ৭৪। মোহনবাগানের প্রীতি মাহাতা নেন ৩ উইকেট।
অপরাজিত সেরা
চ্যাম্পিয়নের তকমা জুটেছিল আগেই। এ দিন ডায়মন্ড হারবার এফসি-র হাতে উঠল আই লিগের দ্বিতীয় ডিভিশনের ট্রফি। বেঙ্গালুরুর বিরুদ্ধে গোলশূন্য শেষ হয় কার্যত নিয়মরক্ষার ম্যাচ। ফলে অপরাজিত থেকেই চ্যাম্পিয়ন হল ডায়মন্ড হারবার এফসি। উপস্থিত ছিলেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস এবং ভারতীয় ফুটবলের ডিরেক্টর সুব্রত পাল। বিজয়ী দলকে পুরস্কারমূল্য হিসেবে দশ লক্ষ টাকা দেওয়া হয়।
১৩ নম্বরে সাবলে
চিনে ডায়মন্ড লিগে ৩০০০ মিটার স্টিপলচেজ়-এ ভারতের অবিনাশ সাবলে ১৩ নম্বরে শেষ করলেন। তিনি সময় নেন ৮ মিনিট ২২.৫৯ সেকেন্ড। অলিম্পিক্স চ্যাম্পিয়ন সুফিয়ানে এল বাক্কালিকে হারিয়ে প্রথম হন ইথিওপিয়ার স্যামুয়েল ফিরেউ। গত বছর সেপ্টেম্বরে ডায়মন্ড লিগ ফাইনালের পরে এই প্রথম আবার ডায়মন্ড লিগে নেমেছিলেন জাতীয় রেকর্ড দখলে থাকা সাবলে। ডায়মন্ড লিগ ফাইনালে তিনি আট নম্বরে শেষ করেছিলেন।
হার মেয়েদের
অস্ট্রেলীয় সফরে ভারতের মেয়েরা দুরন্ত লড়াই করেও ৩-৫ গোলে হারল অস্ট্রেলীয় ‘এ’ দলের কাছে। ভারতের হয়ে গোল করেন মহিমা টেটে (২৭ মিনিট), নভনীত কউর (৪৫) ও লালরেমসিয়ামি (৫০)। অস্ট্রেলীয় ‘এ’ দলের গোলদাতা নিয়েসা ফ্লিন (৩), অলিভিয়া ডাউনেস (৯), রুবি হ্যারিস (১১), টাটুম স্টুয়ার্ট (২১) ও কেন্দ্রা ফিটজ়প্যাট্রিক (৪৪)। পহেলগামে নিহতদের শ্রদ্ধা জানাতে কালো আর্মব্যান্ড পরে নেমেছিলেন ভারতের মেয়েরা।