পন্থের মতো দুর্ঘটনায় পড়েছিলেন পুরান
নিজস্ব প্রতিবেদন
২৬ এপ্রিল: তাঁরা দু’জনই বিধ্বংসী ব্যাটসম্যান। ক্রিজ়ে নামলে দর্শকরা উন্মুখ হয়ে থাকেন তাঁদের ব্যাটে রানের ফুলঝুরি দেখার জন্য। আবার তাঁদের মধ্যে আরও একটা মিলও রয়েছে। দু’জনই ভয়ঙ্কর গাড়ি দুর্ঘটনার ধাক্কা কাটিয়ে উঠেছেন। তাঁরা ঋষভ পন্থ এবং নিকোলাস পুরান। আইপিএলে লখনউ সুপার জায়ান্টস দলের সতীর্থ।
২০১৫ সালে যখন পুরানের ১৯ বছর বয়স, তিনি গাড়ি দুর্ঘটনার মুখে পড়েছিলেন। বেশ কিছুদিন তাঁকে হুইলচেয়ারে চলাফেরা করতে হয়েছিল। একই সঙ্গে কয়েকটি অস্ত্রোপচারও হয়েছিল। আবার ২০২২ সালে ঋষভ গাড়ি দুর্ঘটনার মুখে পড়েন দিল্লি থেকে রুরকিতে বাড়িতে ফেরার সময়। এই দুটো ঘটনাই কি দু’জনের বন্ধুত্ব আরও মজবুত করেছে?
‘‘দুর্ঘটনার আগেই আমাদের মধ্যে দারুণ বন্ধুত্ব ছিল। সব সময় যোগাযোগ ছিল। কথাবার্তা হত। সে পন্থ ক্যারিবিয়ানে আসুক বা আমি ভারতে আসি,’’ সংবাদ সংস্থা পিটিআইকে সাক্ষাৎকারে বলেছেন পুরান। যোগ করেছেন, ‘‘আমাদের জীবনে এই দুর্ঘটনার ব্যাপারটা সত্যিই দুর্ভাগ্যজনক। তবে উজ্জ্বল দিক হল, সেই ধাক্কা কাটিয়ে আমরা ক্রিকেট মাঠে ফিরেছি। এটা দারুণ একটা অনুভূতি। তবে হ্যাঁ এটা ঠিক, আমরা নিজেদের অভিজ্ঞতা ভাগ করে নিই। পরস্পরকে সাহায্য করার চেষ্টা করি।’’
পুরান আরও বলেছেন, লখনউয়ের কর্ণধার সঞ্জীব গোয়েন্কা ক্রিকেটারদের প্রচুর সমর্থন করেন। ‘‘ক্রিকেটারদের স্বাধীন ভাবে সিদ্ধান্ত নিতে দেন উনি। সেটাই আমার
মনে হয়েছে।’’
জুটি: পুরান ও পন্থের আগ্রাসী ব্যাটিং ভক্তদের বড় আকর্ষণ। ফাইল চিত্র