ড্র হলেই লিগ লিভারপুলের
নিজস্ব প্রতিবেদন
২৬ এপ্রিল: জয় নয়, রবিবার ড্র করলেই চলতি মরসুমে ইংলিশ প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন হবে লিভারপুল। কিন্তু টটেনহ্যামের বিরুদ্ধে জয় দিয়েই ২০তম খেতাব নিশ্চিত করতে মরিয়া লিভারপুল।
টটেনহ্যামের বিরুদ্ধে নামার আগে এমনটাই শোনা গিয়েছে লিভারপুল ম্যানেজার আর্নে স্লটের কথায়। শেষ সাত ম্যাচের মধ্যে ছ’টিতেই গোল করেছেন মহম্মদ সালাহরা। তাই দলের প্রতি পূর্ণ আস্থাই রাখছেন স্লট। তাঁর কথায়, “আমরা জয় দেখছি। এক পয়েন্টের কথা ভাবছি না।”
শেষ বার ২০১৯-২০ মরসুমে ইপিএল জিতেছিল লিভারপুল। কিন্তু তখন সারা বিশ্বব্যাপী কোভিড থাবা বসিয়েছে। সেই দলে ছিলেন মহম্মদ সালাহ, ভার্জিল ফান ডাইক, ডিফেন্ডার ট্রেন্ট আলেকজ়ান্ডার আর্নল্ড এবং গোলরক্ষক অ্যালিসন-রা। শুধুমাত্র ট্রফি পেয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিল। কারণ উৎসবে মেতে ওঠার কোনও সুযোগই ছিল না। তাই এ বারে সেই অপূর্ণ উৎসবের স্বাদ চেটেপুটে উপভোগ করতে মরিয়া সালাহরা।
ফান ডাইক বলেছেন, “ইপিএল জেতা আমার কাছে সবসময়ই বিশেষ। তা সে যখনই হোক না কেন। কিন্তু অ্যানফিল্ডে আমাদের সমর্থকদের সামনে জয় স্বপ্নের মতো। আশা করি রবিবার সেই স্বপ্ন সত্যি হবে।” শনিবার ইপিএলে চেলসি নিকোলাস জ্যাকসেনর একমাত্র করা গোলে হারিয়েছে এভার্টনকে।
ভরসা: সালাহদের সামনে লিগ জয়ের হাতছানি। রয়টার্স