দাপটে জয়ী ইস্টবেঙ্গল
নিজস্ব সংবাদদাতা
সিএবি আয়োজিত প্রথম ডিভিশন চ্যাম্পিয়নশিপে শেষ চারের দ্বৈরথে মোহনবাগানকে ৭৭ রানে হারিয়ে ফাইনালে পৌঁছল ইস্টবেঙ্গল। অন্য ম্যাচে ভবানীপুর ২৫৮ রানে হারিয়েছে কালীঘাটকে। ফাইনালে ইস্টবেঙ্গলের মুখোমুখি হবে ভবানীপুর।
ইস্টবেঙ্গলের ৪০৯-৯ স্কোরের জবাবে দ্বিতীয় দিনের শেষে মোহনবাগানের রান ছিল ১৪৬-৫। শনিবার ৩৩২ রানেই শেষ হয় মোহনবাগানের ইনিংস। শুভঙ্কর বল লড়াকু ১৪৮ রান করলেও তা কাজে আসেনি। ৬৭ রান দিয়ে চার উইকেট নেন শ্রেয়ান চক্রবর্তী। বিকাশ সিংহ দু’উইকেট পান।
প্রথম ম্যাচে ভবানীপুর তুলেছিল ৬১৭-৬। জবাবে কালীঘাটের ইনিংস শেষ হয় ৩৫৯ রানে। অনুষ্টুপ মজুমদার ১৫৪ রান করলেও দলের হার বাঁচাতে পারেননি। ভবানীপুরের হয়ে রবি কুমার চারটি, প্রদীপ্ত প্রামাণিক তিনটি উইকেট নেন।