পাক রেঞ্জার আটক
}} রাজস্থানের ফোর্ট আব্বাসে শনিবার এক পাকিস্তানি জওয়ানকে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। বিএসএফ সূত্রের খবর, সীমান্ত লঙ্ঘন করে ভারতে ঢুকে পড়েছিলেন ওই পাক রেঞ্জার। ভারতীয় সীমান্তরক্ষী ও পুলিশদের দেখেই গালিগালাজ শুরু করেন তিনি। তখনই ওই পাক জওয়ানকে আটক করেন ভারতীয় জওয়ানরা। এর পরে ওই রেঞ্জারকে ছাড়ানোর বিষয়টি নিয়ে শনিবার দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর ফ্ল্যাগ মিটিং হয়। সেখানে নিজেদের জওয়ানকে মুক্তি দেওয়ার দাবি তোলে পাক রেঞ্জার্স। কিন্তু তাতে আমল দেয়নি বিএসএফ। ফলে আপাতত ভারতেই আটকে রয়েছেন ওই পাক-জওয়ান। পৃঃ ৮
পদপিষ্ট হয়ে মৃত ৬
}} বার্ষিক শোভাযাত্রা চলাকালীন বিশৃঙ্খলার জেরে পদপিষ্ট হয়ে মৃত্যু হল অন্তত ছ’জনের। আহত অন্তত ৮০ জন পুণ্যার্থী। শনিবার ভোর সাড়ে ৩টে নাগাদ গোয়ার শিরগাঁও মন্দিরের ঘটনা। এই ঘটনায় শোকজ্ঞাপন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কংগ্রেস নেতা রাহুল গান্ধী-সহ অনেকে। ঘটনাটির তদন্তের আশ্বাস দিয়েছেন গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাবন্ত। ইতিমধ্যে উত্তর গোয়ার কালেক্টর, পুলিশ সুপার-সহ পাঁচ আধিকারিককে বদলিও করেছে গোয়া সরকার। তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় অবশ্য গোয়ার ‘ডাবল ইঞ্জিন’ সরকারকেই দায়ী করেছেন এই পরিস্থিতির জন্য। ঘটনার দ্রুত এবং নিরপেক্ষ তদন্তের দাবিও জানিয়েছেন তিনি। পৃঃ ৭
খুনে ধৃত আরও দুই
}} মুর্শিদাবাদের শমসেরগঞ্জে বাবা
ও ছেলেকে খুনের ঘটনায় গ্রেফতার করা হল আরও দু’জনকে। শনিবারই দু’জনকে জঙ্গিপুর মহকুমা আদালতে
হাজির করা হয়। সরকারি আইনজীবী রাতুল বন্দ্যোপাধ্যায় বলেন, “এদের প্রত্যেকের বিরুদ্ধে ১০৩/৩ (৫) বিএনএস ধারায় খুনের মামলা রুজু করেছে
পুলিশ। এ দিন আদালত ৬ দিনের জন্য ধৃতদের পুলিশ হেফাজতে
রাখার নির্দেশ দিয়েছে।”