কড়া জবাব দেবে ভারত: মোদী
নিজস্ব প্রতিবেদন
৩ মে: পহেলগাম হামলায় জড়িত ‘জঙ্গি আর তার সমর্থকদের’ কড়া জবাব দেওয়া হবে বলে জানিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সন্ত্রাসবাদকে ‘মানবতার জন্য সবচেয়ে বড় হুমকি’ আখ্যা দিয়ে মোদী আজ বলেছেন, পহেলগামে যারা হামলা চালিয়েছে কিংবা সেই জঙ্গিদের সমর্থন করেছে— তাদের বিরুদ্ধে দৃঢ় ও চূড়ান্ত পদক্ষেপ করতে দায়বদ্ধ ভারত। পাকিস্তানের সঙ্গে উত্তেজনার আবহে মোদী আজ তাঁর লোক কল্যাণ মার্গের বাসভবনে নৌসেনা প্রধান দীনেশ ত্রিপাঠীর সঙ্গে বৈঠক করেন। নৌসেনার সামগ্রিক প্রস্তুতির বিষয়ে তাঁদের কথা হয়েছে। আরব সাগরে আজ থেকেই ভারতীয় নৌসেনার মহড়া শুরু হয়েছে। একেবারে যুদ্ধের পরিস্থিতিতে নৌসেনার কৌশল কী রকম হবে, তিন দিনের মহড়ায় তারই প্রস্তুতি নেওয়া হচ্ছে।
পহেলগামে জঙ্গি হামলার জবাব দিতে মোদীর হুঁশিয়ারির মধ্যেই আজ একটি নতুন ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে ইসলামাবাদ। একই সঙ্গে ভারতের উদ্দেশে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর হুমকি, সিন্ধুর জল আটকাতে ভারত বাঁধ দিলে তা গুঁড়িয়ে দেওয়া হবে। চাপানউতোরের মধ্যে জম্মু-কাশ্মীরের নিয়ন্ত্রণরেখায় গুলির লড়াই অব্যাহত। গতকাল রাতেও জম্মু-কাশ্মীরের কুপওয়ারা, উরি, আখনুর সেক্টরের নিয়ন্ত্রণরেখায় বিনা প্ররোচনায় গুলি চালিয়েছে পাক সেনাবাহিনী। যার জবাব দিয়েছে ভারতীয় সেনা। এই নিয়ে পরপর নয় দিন ধরে নিয়ন্ত্রণরেখায় গুলি চালিয়ে ও-পার থেকে জঙ্গিদের অনুপ্রবেশ করানোর চেষ্টা করে চলেছে পাক সেনাবাহিনী।
প্রত্যাঘাতের রণকৌশল ঠিক করতে নয়াদিল্লিতে এখন দফায় দফায় বৈঠক চলছে। মোদী আজ তাঁর বাসভবনে জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লার সঙ্গে প্রায় আধ ঘণ্টা ধরে বৈঠক করেন। পহেলগামে হামলার পরে এই প্রথম মোদীর সঙ্গে দেখা করলেন ওমর। পহেলগামের