গর্তে লরির চাকা, জখম কিশোরী
}} ম্যানহোলের ঢাকনা ভেঙে গর্তে পড়ে গিয়েছিল লরির চাকা। সেই লরিরই ডালা খুলে গিয়ে এক কিশোরীর গায়ে পড়ে ইট। তার জেরে জখম হয়ে অঙ্কিতা হালদার নামে ওই কিশোরী আপাতত হাসপাতালে ভর্তি। শনিবার দুপুরে ঘটনাটি ঘটে বাগুইআটির দেশবন্ধুনগর পোস্ট অফিসের কাছে। ঘটনাকে ঘিরে বিধাননগর পুরসভার পুরপ্রতিনিধি আশুতোষ নন্দীর সঙ্গে সিন্ডিকেটের এক ব্যক্তির গোলমাল শুরু হয়। পুলিশ ওই ব্যক্তিকে আটক করে। লরির চালককেও থানায় নিয়ে যায়। আশুতোষ জানান, লরিটি নিয়ম ভেঙে রাস্তায় ঢুকে পড়ায় ওই বিপত্তি। আশুতোষের অভিযোগ, তিনি ঘটনার প্রতিবাদ করলে লরিতে যাদের ইট এসেছিল, সিন্ডিকেটের সেই ব্যক্তি তাঁকে নিগ্রহ করেন। এর পরেই তিনি পুলিশে খবর দেন।
ঝুলন্ত দেহ
}} এক কিশোরের ঝুলন্ত দেহ উদ্ধার হল বাড়ি থেকে। পুলিশ জানিয়েছে, চারু মার্কেট থানা এলাকার টালিগঞ্জ রোডের বাসিন্দা, ১৭ বছরের ওই কিশোরকে ছাদ থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয় শুক্রবার রাত সাড়ে ১০টা নাগাদ। তাকে এসএসকেএম হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। ওই কিশোর তার মায়ের সঙ্গে ওই বাড়িতে থাকত। মৃত্যুর প্রকৃত কারণ জানতে দেহটি ময়না তদন্তে পাঠানো হয়েছে।
স্কুলে আগুন
}} একটি স্কুলে নাচের ক্লাস চলাকালীন শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রে বিস্ফোরণ ঘটে। তার জেরে কালো ধোঁয়া বেরোতে শুরু করে। শনিবার সকালে, বাগুইআটির কেষ্টপুরের ঘটনা। দমকলের একটি ইঞ্জিন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্থানীয় পুরপ্রতিনিধি মণীশ মুখোপাধ্যায় জানান, শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রটি থেকে রাসায়নিক বেরোতে থাকায় সেখান থেকে আগুন ধরা শুরু করেছিল। ঘটনার সময়ে বাচ্চাদের দোতলা থেকে একতলায় নামিয়ে আনা হয়।