রুদ্ধশ্বাস ম্যাচে জয় আরসিবির, তাণ্ডব রোমারিয়োর ব্যাটে
নিজস্ব প্রতিবেদন
৩ মে: রুদ্ধশ্বাস ম্যাচে চেন্নাই সুপার কিংসকে দু’রানে হারিয়ে প্লে-অফের দিকে আরও এক ধাপ এগিয়ে গেল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। প্রথমে ব্যাট করে আরসিবি তোলে ২১৩-৫। জবাবে সিএসকে থামল
২১১-৫ স্কোরে।
শেষ ওভারে চেন্নাইয়ের প্রয়োজন ছিল ১৫। তৃতীয় বলেই মহেন্দ্র সিংহ ধোনিকে আউট করে দেন যশ দয়াল। কিন্তু তার পরের বলেই বিশাল ছয় মারেন শিবম দুবে। যে বলটা আবার নো হয়। ফলে শেষ তিন বলে প্রয়োজন ছিল ৬। কিন্তু শেষ তিন বলে একটি করে সিঙ্গলের বেশি ব্যাটসম্যানকে নিতে দেননি দয়াল। রবীন্দ্র জাডেজা অপরাজিত থাকেন ৪৫ বলে ৭৭ রান করে। তবে চেন্নাই ইনিংসের সেরা ব্যাটসম্যান তরুণ আযুষ মাতরে। ৪৮ বলে ৯৪ রান করে যান ১৭ বছর বয়সি এই ব্যাটসম্যান। তবে দুবের আগে ধোনির ব্যাট করতে নামা নিয়ে প্রশ্ন উঠছে। ১১ ম্যাচে ১৬ পয়েন্ট পেয়ে প্রায় প্লে-অফে চলে গেলেন
বিরাট কোহলিরা।
এর আগে বেঙ্গালুরুতে আছড়ে পড়ল এক ঝড়। যে ঝড়ের নাম রোমারিয়ো শেফার্ড! চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে মাত্র ১৪ বলে অর্ধশতরান করে গেলেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর এই ক্যারিবিয়ান অলরাউন্ডার। যা আইপিএলের ইতিহাসে দ্বিতীয় দ্রুততম। দ্রুততম অর্ধশতরানের রেকর্ড আছে যশস্বী জয়সওয়ালের দখলে। ১৩ বলে সেই অর্ধশতরান করেছিলেন যশস্বী।
এ দিন তিনটে অর্ধশতরানের ইনিংস পাওয়া গিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ব্যাটসম্যানদের ব্যাট থেকে। দুই ওপেনার বিরাট কোহলি এবং জেকব বেথেল অর্ধশরান করে যান। বিরাট করেন ৩৩ বলে ৬২। মারেন পাঁচটি চার, পাঁচটি ছয়। ইংল্যান্ডের অলরাউন্ডার বেথেলের সংগ্রহ ৩৩ বলে ৫৫। দুই ওপেনার ৯.৫ ওভারে তুলে দেন ৯৭ রান। কিন্তু বিরাট আউট হওয়ার পরেই রান ওঠার গতি কমতে থাকে। ১৮ ওভারের শেষে আরসিবির স্কোর ছিল ১৫৯-৫। ওই সময় মনে হচ্ছিল, দু’শো রানে পৌঁছনো হবে না আরসিবির। তার পরেই চিন্নাস্বামী স্টেডিয়ামে শুরু হল রোমারিয়োর তাণ্ডব। শেষ পর্যন্ত রোমারিয়ো অপরাজিত থাকেন ১৪ বলে ৫৩ রান করেন। মারেন চারটে চার, ছ’টি ছয়! বেঙ্গালুরুও পৌঁছে যায় ২১৩-৫।
রান তাড়া করতে নেমে চেন্নাই সুপার কিংসের ওপেনাররা ভাল শুরু করেছিলেন। ৪৮ বলে ৯৪ করেন ১৭ বছরের মাতরে। তাতেও দলের মরসুমের ৯ নম্বর হার
আটকাতে পারেননি।
উৎসব: শেষ বলে জেতার পরে দয়ালকে অভিনন্দন সতীর্থদের। রয়টার্স