বিয়ে গোপন, চাকরি নট
}} গোপন কথাটি রইল না গোপনে। তা প্রকাশ্যে আসতেই চাকরি হল হাতছাড়া। পাকিস্তানি মহিলার সঙ্গে বিয়ের কথা গোপন করায় এক সিআরপি জওয়ানের চাকরি গেল। শনিবার সিআরপি এক বিবৃতিতে জানিয়েছে, ভিনদেশি স্ত্রী’র ভিসার মেয়াদ অতিক্রান্ত হয়ে যাওয়ার পরেও তাঁকে ইচ্ছাকৃত ভাবে আশ্রয় দেওয়ার অভিযোগে ৪১ নম্বর ব্যাটালিয়নের কনস্টেবল মুনির আহমেদকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। তাঁর কর্মকাণ্ড জাতীয় নিরাপত্তার জন্য ক্ষতিকর বলে প্রমাণিত হয়েছে বলে আধা সামরিক বাহিনীর দাবি। ২০২৩ সালে পাকিস্তানের শিয়ালকোটের বাসিন্দা মিনাল খানকে বিয়ে করার জন্য সিআরপি-র কাছে অনুমতি চেয়েছিলেন আহমেদ। কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেওয়ার আগেই গত বছর মিনালকে বিয়ে করেন মুনির। পহেলগামে জঙ্গি হামলার প্রেক্ষিতে এই সপ্তাহের শুরুতে মিনাল খান ভারত ছাড়ার নোটিস পান। কিন্তু, জম্মু ও কাশ্মীর হাই কোর্টের এক নির্দেশনামা নিয়ে এ দেশেই থাকছিলেন তিনি।