ইচ্ছেপূরণের গল্প
হরনাথ চক্রবর্তীর পরিচালনায় তৈরি হচ্ছে ওয়েব সিরিজ় ‘ইচ্ছেপূরণ’। মুখ্য দুই চরিত্র অপর্ণা ও অপূর্বের ভূমিকায় ঈশানী সেনগুপ্ত ও দেবরাজ ভট্টাচার্য। জীবনবিমা সংস্থার এজেন্ট অপূর্ব। স্ত্রী, সন্তানকে নিয়ে সংসার চালাতে নাজেহাল সে। আচমকাই তার হাতে আসে এক জাদু পাথর, যা দিয়ে রাতারাতি বদলে যায় তাদের আর্থিক পরিস্থিতি। কাহিনি ইমন চক্রবর্তীর, চিত্রনাট্য লিখেছেন পদ্মনাভ দাশগুপ্ত। অন্যান্য চরিত্রে রয়েছেন শঙ্কর দেবনাথ, কোরক সামন্ত, রানা বসু ঠাকুর প্রমুখ। সাত পর্বের এই সিরিজ় মুক্তি পাবে প্ল্যাটফর্ম এইটে।