সীমার বাড়ি চড়াও
নয়াদিল্লি, ৪ মে: পাক তরুণী সীমা হায়দারের বাড়িতে অনুমতি ছাড়াই ঢুকে পড়ার অভিযোগে গ্রেফতার করা হল এক যুবককে। গত কাল নয়াদিল্লির ঘটনা। তেজস নামে ওই যুবক গুজরাতের বাসিন্দা। কাল সন্ধেবেলা সে জোর করে সীমার বাড়িতে ঢুকে পড়ে বলে অভিযোগ। পুলিশকে এসে তাকে গ্রেফতার করে। পুলিশ জানাচ্ছে, গুজরাত থেকে ট্রেনে করে দিল্লি এসেছিল সে। জেরায় সে দাবি করে, সীমা তার উপরে ‘কালো জাদু’ করেছে। তাই সে সীমার বাড়ি ঢোকার চেষ্টা করছিল। তেজসের মোবাইলে সীমার কিছু ছবিও মিলেছে। সেগুলি নেট থেকে নেওয়া বলে জানা গিয়েছে। তদন্ত চলছে। সংবাদ সংস্থা