চিনের মাটিতে তিরন্দাজ মধুরার বিশ্বজয়
নিজস্ব প্রতিবেদন
১০ মে: তিরন্দাজি বিশ্বকাপে সবচেয়ে বড় চমক! ভারতের মধুরা ধামানগাঁওকর পেলেন প্রথম ব্যক্তিগত সোনা। সাংহাইয়ে রুদ্ধশ্বাস ফাইনালে আমেরিকার কার্সন ক্রাহেকে ১৩৯-১৩৮ ফলে হারিয়ে।
কে বলবে, মধুরা বিশ্বকাপের মঞ্চে নেমেছেন অবাছাই হিসেবে। তার কারণ তিন বছর তিনি আন্তর্জাতিক প্রতিযোগিতাতেই নামেননি। শনিবার তৃতীয় পর্বের পরে মধুরাই কিন্তু ৮১-৮৫ পয়েন্টে পিছিয়ে ছিলেন। যদিও চতুর্থ পর্বে অবিশ্বাস্য লড়াইয়ে তিনি মাত্র এক পয়েন্ট নষ্ট করে ফল ১১০-১১০ করে দেন। এবং চূড়ান্ত লড়াইয়ে নিজের স্নায়ু শক্ত রেখে বাজিমাত করেন।
এমনিতে মধুরা কিন্তু মেয়েদের দলগত রুপোজয়ী দলে ছিলেন। এমনকি ব্রোঞ্জজয়ী কম্পাউন্ড মিক্সড দলেও। সাংহাইয়ে আগেই বড় সাফল্য এসেছিল। স্টেজ টু বিশ্বকাপ তিরন্দাজির পুরুষদের দলগত সোনা, মেয়েদের দলগত রুপো ছাড়াও মিক্সড ইভেন্টে আসে ব্রোঞ্জ।
পুরুষদের দলে ছিলেন অভিষেক বর্মা, ওজাস দেওতালে এবং ঋষভ যাদব। তাঁরা হারিয়ে দেন মেক্সিকোকে। ফাইনালে ২৩২-২২৮ ফলে সোনা জিতে নেয় ভারত। ভারতীয় দল ধারাবাহিক ভাবেই ভাল শট নিতে থাকে এবং স্নায়ুর চাপ ধরে রেখেই সোনা জিতে নেয়। মেয়েরা অবশ্য মেক্সিকোর কাছেই ফাইনালে হেরে যায়। সেটা ছিল কম্পাউন্ড
বিভাগের ফাইনাল।
মেয়েদের দলে ছিলেন জ্যোতি সুরেখা ভেন্নাম, মধুরা এবং চিকিথা তনিরপার্থি। এই দ্বৈরথ মেক্সিকো জেতে ২৩৪-২৩১ ফলে। ভারতের কম্পাউন্ড মিক্সড দলে অভিষেক বর্মা এবং মধুরা ব্রোঞ্জ পদক জেতে। এই জুটি মালয়েশিয়াকে হারিয়ে তৃতীয় স্থান দখল করে। প্রসঙ্গত ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিক্সে কম্পাউন্ড তিরন্দাজি বিভাগটি যুক্ত হয়েছে। যেখানে ভারত তিরন্দাজিতে প্রথম অলিম্পিক্স পদক জয়ের জন্য মরিয়া হয়ে নামবে কোনও সন্দেহ নেই। সে দিক থেকে দেখলে এই সাফল্য নিঃসন্দেহে ভারতীয় তিরন্দাজির জন্য খুবই গুরুত্বপূর্ণ।
দুরন্ত: তিরন্দাজি বিশ্বকাপে সোনা জয়ের পথে মধুরা। (ডান দিকে) চ্যাম্পিয়ন ভারতীয় পুরুষ দল। এক্স