শ্রীলঙ্কার বিরুদ্ধে ফাইনালে ভরসা ভারতের ব্যাটিং
নিজস্ব প্রতিবেদন
১০ মে: শ্রীলঙ্কার বিরুদ্ধে ত্রিদেশীয় সিরিজ়ের ফাইনালে নামছে ভারত। রবিবার হরমনপ্রীত কউরের দলের বিরুদ্ধে লড়াই চামারি আটাপাট্টুদের। ভারতের শক্তি তাদের ব্যাটিং বিভাগের সাফল্য। শ্রীলঙ্কার বিরুদ্ধে যদিও একটি ম্যাচ হেরেছে ভারত। সেই ম্যাচের বদলা নিতে চান হরমনপ্রীত কউররা।
চার ম্যাচের মধ্যে তিনটি জিতে ভারত ত্রিদেশীয় সিরিজ়ে পয়েন্ট তালিকার শীর্ষে। এ বার ট্রফি নিয়ে দেশে ফিরতে চান হরমনপ্রীত।
জেমাইমা রদ্রিগেস এখনও পর্যন্ত প্রতিযোগিতার সর্বোচ্চ রান সংগ্রাহক। ২০১ রান করেছেন তিনি। জেমাইমার ব্যাটিং গড় ৬৭। একটি শতরানও আছে তাঁর। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ১২৩ রান করেছিলেন তিনি। এ ছাড়াও প্রতীকা রাওয়াল ও স্মৃতি মন্ধানা ভাল ছন্দে রয়েছেন। প্রতীকা করেছেন ১৬৪ রান। স্মৃতি করেছেন ১৪৮ রান। ১২৬ রান দীপ্তি শর্মার।
এখনও পর্যন্ত ব্যাট হাতে জ্বলে উঠতে পারেননি অধিনায়ক হরমনপ্রীত। ফাইনালে তাঁর ব্যাটে বড় রান আশা করছে ভারত।
হরমনপ্রীত বলেছেন, ‘‘আমাদের কাছে এই ট্রফি জেতার বড় সুযোগ। আমরা শ্রীলঙ্কার বিরুদ্ধে একটি ম্যাচ হেরেছি। এই প্রতিযোগিতায় সেটা একটিমাত্র হার। আমরা চাইব অবশ্যই এই ট্রফি নিয়ে দেশে ফিরতে।’’
শ্রীলঙ্কার অধিনায়ক চামারি আটাপাট্টু বলেছেন, ‘‘ভারতের মতো শক্তিশালী দলকে আমরা এক বার হারিয়েছি। সেই আত্মবিশ্বাস কাজে লাগিয়ে ফাইনাল খেলব। মেয়েরা জিততে মরিয়া। দেশের মাটিতে ভারতকে হারানোর চেষ্টা অবশ্যই করব। আমাদের দলের প্রত্যেকে সুস্থ। আশা করি, কোনও সমস্যা হবে না।’’
হরমনপ্রীত কউরের নেতৃত্বে ভারতীয় দল খুব একটা সফল নয়। কোনও বড় প্রতিযোগিতা জিততে পারেননি হরমনপ্রীত। এ বার ত্রিদেশীয় সিরিজ় জিততে না পারলে তাঁর অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন উঠবেই। আটাপাট্টু বিষয়টি জানেন। বলছিলেন, ‘‘ফাইনালে ভারত চাপে থাকবে। কারণ, ওদের একবার হারিয়েছি। আরও এক বার হারাতে চাই।’’
মরিয়া: ফাইনালে জ্বলে উঠতে পারবেন হরমনপ্রীত? ফাইল চিত্র