কোহলিকে নিয়ে জল্পনা, বার্তা লারার
নিজস্ব প্রতিবেদন
১০ মে: কয়েক দিন আগেই টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছেন রোহিত শর্মা। এ বার হঠাৎ করে বিরাট কোহলির টেস্ট ভবিষ্যৎ নিয়ে জল্পনা শুরু হয়ে গেল।
একটি ইংরেজি দৈনিকে প্রকাশিত হয় যে, বিরাট আর টেস্ট খেলতে চাইছেন না। তিনি নাকি ভারতীয় ক্রিকেট বোর্ডকে জানিয়ে দিয়েছেন, আর টেস্ট খেলতে আগ্রহী নন তিনি। কিন্তু রাত পর্যন্ত বিরাট নিজে এই নিয়ে কিছু বলেননি। সরকারি ভাবে ভারতীয় বোর্ডের তরফেও এই নিয়ে কিছু বলা হয়নি। তবে প্রচারমাধ্যমের একটা অংশে দাবি করা হয়েছে, বোর্ডের তরফে নাকি বিরাটকে অনুরোধ করা হয়েছে, টেস্ট খেলা চালিয়ে যেতে।
তবে এই খবর ছড়িয়ে পড়ার পরে জল্পনা শুরু হয়ে যায়, তা হলে কি ইংল্যান্ড সফরের আগেই সরে দাঁড়াবেন বিরাট? অনেকেই কিন্তু মনে করেন, বিরাট এখনও টেস্ট ক্রিকেটকে অনেক কিছু দিতে পারেন। যাঁদের মধ্যে আছেন ব্রায়ান লারাও। ক্যারিবিয়ান কিংবদন্তি তাঁর ইনস্টাগ্রাম পোস্টে লিখেছেন, ‘‘টেস্ট ক্রিকেটের প্রয়োজন আছে বিরাটের। ও এখন অবসর নেবে না। বিরাটকে বোঝানো হবে। বাকি টেস্টে জীবনে বিরাটের গড় ৬০ রানের বেশি থাকবে।’’
জুন মাসে ভারত পাঁচ টেস্টের সিরিজ় খেলতে ইংল্যান্ডে যাবে। লিডসে প্রথম টেস্ট শুরু হবে ২০ জুন। আপাতত ভারতীয় বোর্ডের আর একটি সিদ্ধান্ত নিতে হবে। রোহিতের জায়গায় কাকে অধিনায়ক করা হবে তা নিয়ে সিদ্ধান্ত নিতে হবে নির্বাচকদের। টেস্টে ভারতের অধিনায়ক হওয়ার দৌড়ে আছেন শুভমন গিল, যশপ্রীত বুমরা। বর্ডার-গাওস্কর ট্রফিতে প্রথম টেস্টে বুমরার নেতৃত্বে জিতেছিল ভারত। চর্চায় আছে কে এল রাহুলের নামও। শোনা যাচ্ছে, ঋষভ পন্থকে সহ-অধিনায়কের দায়িত্ব দেওয়া হতে পারে। রোহিত অবসর নেওয়ায় নতুন অধিনায়কের নেতৃত্বে টেস্ট ক্রিকেটে ভারতের নতুন যুগ শুরু হবে ইংল্যান্ড সফর থেকে। সেই সফরে বিরাটকে পাওয়া যাবে কি না, তা নিয়েই এখনও জল্পনা তুঙ্গে।
ভারতের প্রাক্তন ক্রিকেটার অম্বাতি রায়ডু সমাজমাধ্যমে বিরাটের উদ্দেশে লিখেছেন, ‘‘দয়া করে অবসর নিয়ো না বিরাট কোহলি। ভারতীয় দলের তোমাকে এখন খুব বেশি করে প্রয়োজন। তোমার মধ্যে এখনও অনেক খেলা আছে। তুমি যদি ভারতের হয়ে না নামো, তা হলে টেস্ট ক্রিকেট আর এক থাকবে না। এক বার ভেবো দেখো।’’ ঘটনা হল, বিরাট এখনও সরকারি ভাবে কিছুই জানাননি এই বিষয়ে। ফলে তিনি টেস্ট ক্রিকেট থেকে আদৌ সরে দাঁড়াবেন কি না, তা পরিষ্কার নয়।
প্রসঙ্গত জুন মাসে ভারত পাঁচ টেস্টের সিরিজ় খেলতে ইংল্যান্ডে যাবে। লিডসে প্রথম টেস্ট শুরু হবে ২০ জুন। এমনিতে কোহলি ভারতের হয়ে এখনও পর্যন্ত মোট ১২৩টি টেস্ট ম্যাচ খেলেছেন। ২১০টি ইনিংসে ব্যাট করে তিনি করেছেন ৯২৩০ রান। গড় ৪৬.৮৫। টেস্টে ৩০টি শতরান ও ৩১টি অর্ধশতরান করেছেন বিরাট। তাঁর সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস অপরাজিত ২৫৪ রানের।