টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল চায় ভারত
নিজস্ব প্রতিবেদন
১০ মে: ভারত-পাকিস্তান যুদ্ধের আবহে আইপিএল নিয়ে ঘোর সংকটে ভারতীয় বোর্ড। শনিবার যুদ্ধবিরতি ঘোষণার পরে কত তাড়াতাড়ি আবার আইপিএল শুরু করা যায়, সেই উদ্যোগ নেওয়া হচ্ছে। এর মধ্যে জানা গেল, বিসিসিআই নাকি আইসিসির কাছে আবেদন করতে চলেছে ২০২৫–’২৭ চক্রের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল যেন ভারতে হয়। ইতিমধ্যেই এই বিষয়টি নিয়ে গত মাসে জ়িম্বাবোয়েতে আইসিসির বৈঠকে আলোচনা হয়েছে। যেখানে বিসিসিআই-এর তরফে ছিলেন
অরুণ ধুমাল।
এই মুহূর্তে আইসিসি চেয়ারম্যান জয় শাহ। তাই ২০২৭ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল আয়োজন করার বিষয়ে আশাবাদী বিসিসিআই। প্রসঙ্গত, ২০২১ ও ২০২৩ সালে ফাইনাল হয়েছিল হ্যাম্পশায়ার এবং ওভালে। বোর্ডকে উদ্ধৃত করে ওই সূত্র জানিয়েছে, আগামী বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠলে ঘরের মাঠে খেলার সুযোগ পাবে ভারত। আর ভারত না উঠলেও অন্য দুটো দলের খেলা উপভোগ করতে পারবেন এ দেশের দর্শকেরা।
রোহিত নিয়ে মঞ্জরেকর: টেস্ট ক্রিকেট থেকে রোহিত শর্মার আকস্মিক অবসরের পরে নানা মহলে বিভিন্ন ধরনের কথাবার্তা চলছে। এর মধ্যেই সঞ্জয় মঞ্জরেকর রাখঢাক না করে বুঝিয়ে দিলেন যে, ‘হিটম্যান’ না থাকায় কোনও ক্ষতি হবে না ভারতীয় দলের। সমাজমাধ্যমে তিনি লিখেছেন, ‘‘শেষ ১৫ ইনিংসে রোহিত করেছিল মাত্র ১৬৪ রান। তার মধ্যে ১০টি ঘরের মাঠে বাংলাদেশ আর নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে খেলা ইনিংসও ছিল। গড়? ১০.৯। আর ওর এই মূহূর্তে ফিটনেসের যা অবস্থা ছিল, তাতে এমনিতেই টেস্ট ওপেনার হওয়ার দিন শেষ হয়ে গিয়েছিল।’’ ৬৭ টেস্টে রোহিতের ৪০.৫৭ গড়ে ৪৩০১ রান, ১২টি শতরান, যার মধ্যে সর্বাধিক ২১২ রান রয়েছে।
রোহিতের টেস্ট থেকে অবসর নেওয়ার ঘোষণা ঠিক এমন একটা সময় আসে যখন, টেস্ট দলে তাঁর থাকা নিয়ে নানা প্রশ্ন উঠছিল। তবে টেস্ট ক্রিকেট থেকে অবসর নিলেও ওয়ান ডে ক্রিকেট চালিয়ে যাবেন বলে জানিয়ে দিয়েছেন রোহিত। গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পরে তিনি টি-টোয়েন্টি থেকে অবসর নেন।