হ্যান্ডবলে হার পাকিস্তানের সঙ্গে
ওমানে এশীয় বিচ হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপে পাকিস্তানের বিরুদ্ধে কালো আর্মব্যান্ড পরে খেলতে চেয়েছিল ভারতীয় দল। কিন্তু সেই অনুমতি দেওয়া হয়নি ভারতীয় দলকে। কাশ্মীরে সন্ত্রাসবাদী হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতেই ভারতীয় দল যা করতে চেয়েছিল। কিন্তু ওমানের এশীয় হ্যান্ডবল ফেডারেশন ও আয়োজকেরা পরিষ্কার জানিয়ে দেয়, সে ক্ষেত্রে প্রতিযোগিতা থেকেই ভারতকে বহিষ্কৃত করা হবে। ভারত যদিও এই ম্যাচ ০-২ ফলে হেরে যায়।
অবসৃত আউট ১০
মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের এশিয়া পর্যায়ে যোগ্যতা অর্জন পর্বে অবাক কাণ্ড! সংযুক্ত আরব আমিরশাহির দশ ব্যাটারকেই অবসৃত আউট করানো হয়েছে। কাতারের বিরুদ্ধে তখন তাদের স্কোর ছিল ১৯২-০। পুরুষ বা মেয়েদের আন্তর্জাতিক ক্রিকেটে দু’জনের বেশি ব্যাটারের অবসৃত আউটের ঘটনা প্রথম বার ঘটল। জবাবে মাত্র ২৯ রানেই শেষ হয় কাতারের ইনিংস। সাত জন শূন্য রানে আউট হন।
হার আয়ুষদের
তাইপে ওপেন সুপার ৩০০ প্রতিযোগিতায় সেমিফাইনালেই যাত্রা শেষ হয়ে যায় ভারতের আয়ুষ শেট্টি ও উন্নতি হুডার। ২০ বছরের আয়ুষ এ দিন ১৮-২১, ১৭-২১ ফলে হারেন চিনা তাইপের চৌ তিয়েন চেনের বিরুদ্ধে। অন্য দিকে জাপানের তোমোকা মিয়াজ়াকির বিরুদ্ধে উন্নতি হারেন ১৯-২১, ১১-২১ ফলে। কিদম্বি শ্রীকান্তের মতো খেলোয়াড়কে হারিয়েও প্রতিযোগিতা জিততে পারলেন না আয়ুষ।
আমিরের শতরান
সিএবি আয়োজিত প্রথম ডিভিশন ওয়ান ডে প্রতিযোগিতার ফাইনালে মুখোমুখি ভবানীপুর ক্লাব ও ইস্টার্ন রেলওয়ে। শনিবার বড়িশা স্পোর্টিং ক্লাবকে ৯৪ রানে হারায় ভবানীপুর। ১১২ রানে অপরাজিত থাকেন আমির গনি। অন্য দিকে ইস্টবেঙ্গলকে দুই উইকেটে হারায় ইস্টার্ন রেল। ব্যাট ও বল হাতে চমক নিখিল সিংহের। পাঁচ উইকেট নেওয়ার পাশাপাশি ব্যাট হাতে ৮২ রান করেন তিনি।
ফিরলেন সিনার
ডোপিং-কাণ্ডে নির্বাসনের শাস্তি কাটিয়ে ১০৪ দিন পরে কোর্টে ফিরে জিতলেন ইয়ানিক সিনার। বিশ্বের এক নম্বর ৬-৩, ৬-৪ ফলে জিতলেন ইটালীয় ওপেনে। হারালেন আর্জেন্টিনার মারিয়ানো নাবোনে-কে। তৃতীয় রাউন্ডে উঠলেন কোকো গফ। শনিবার ভিক্টোরিয়া এমবোকোকে ৩-৬, ৬-২, ৬-১ সেটে হারিয়ে পরবর্তী পর্বে যান আমেরিকার টেনিস তারকা। গফ বলেছেন, ‘‘খুবই কঠিন ম্যাচ ছিল।’’