বদলার খোঁজে রিয়াল, লা লিগায় চ্যাম্পিয়ন হওয়ার মুখে বার্সেলোনা
নিজস্ব প্রতিবেদন
১০ মে: লা লিগায় রবিবার ফের এল ক্লাসিকো। মুখোমুখি দুই চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। রবিবার ক্যাম্প ন্যু-এ টানা তিন হারের প্রতিশোধ নিতে নামছে রিয়াল মাদ্রিদ। অন্য দিকে লা লিগায় চ্যাম্পিয়ন হওয়ার জন্য আজ জিততেই হবে বার্সেলোনাকে। ঘরের মাঠে রিয়াল মাদ্রিদকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার দিকে এক ধাপ এগিয়ে যাওয়ার লক্ষ্যে নামছে
হান্সি ফ্লিকের দল।
৩৪টি করে ম্যাচ হয়ে গেছে। শীর্ষে থাকা বার্সেলোনা চার পয়েন্ট এগিয়ে রিয়ালের চেয়ে। রবিবার রিয়াল হারলে তাদের লিগ জয়ের সম্ভাবনা আরও ক্ষীণ হয়ে যাবে। জাবি আলোন্সো কোচ হয়ে আসার আগে আনচেলত্তিরও শেষ এল ক্লাসিকো হতে পারে। সেই ম্যাচে জিততে মরিয়া রিয়াল
মাদ্রিদের ম্যানেজার।
শনিবার সাংবাদিক বৈঠকে আনচেলত্তি বলেছেন, ‘‘বার্সেলোনাকে হারাতেই হবে। প্রতিটি এল ক্লাসিকোই আমার কাছে গুরুত্বপূর্ণ।’’ যোগ করেন, ‘‘এটাই মরসুমের শেষ এল ক্লাসিকো। কারণ, বার্সেলোনা ক্লাব বিশ্বকাপ খেলতে যাচ্ছে না।’’
বার্সেলোনার কাছে এই ম্যাচ মর্যাদার লড়াই। সম্প্রতি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল থেকে ছিটকে গিয়েছেন লামিনে ইয়ামালরা। দর্শকদের মুখে হাসি ফেরানোর সব চেয়ে বড় সুযোগ রবিবার। ঘরের মাঠে রিয়ালের বিরুদ্ধে নামার আগে যা নিয়ে ফ্লিক বলেছেন, ‘‘প্রত্যেক ফুটবলারের সঙ্গে আমার কথা হয়েছে। সকলেই চায় এই ম্যাচটি জিততে। কারণ, ইন্টার মিলানের বিরুদ্ধে আমরা ভাল খেলেও হেরে গিয়েছি। ঘরের মাঠে রিয়ালের বিরুদ্ধে একই ভুল করতে চাই না।’’
চ্যাম্পিয়ন্স লিগে বার্সার হার নিয়ে যদিও খারাপ কিছু বলেননি আনচেলত্তি। তাঁর কথায়, ‘‘একেবারেই চাইনি বার্সা ছিটকে যাক। ইন্টার মিলানের বিরুদ্ধে ওরা খারাপ খেলেনি। কিন্তু ওই দিনে বার্সার চেয়ে ইন্টার মিলান অনেকটা এগিয়ে ছিল। কোনও দলের ব্যর্থতা দেখে আমার আনন্দ হয় না।’’
ফ্লিক মনে করছেন, ঘরের মাঠে খেলার বাড়তি সুবিধে পাবে বার্সা। তাঁর কথায়, ‘‘আমরা প্রতিটি এল ক্লাসিকোয় ভাল খেলেছি। এই মরসুমে একটিতেও হারিনি। রবিবার ঘরের মাঠে খেলতে নামব। সমর্থকদের গর্জনই আমাদের এগিয়ে দেবে।’’
মনে করিয়ে দেওয়া যাক, ক্যাম্প ন্যু-তে শেষ পাঁচটি এল ক্লাসিকোয় চার বার জিতেছে রিয়াল মাদ্রিদ। রবিবার তাই জমজমাট ম্যাচের অপেক্ষা।
যুযুধান: অনুশীলনে মগ্ন লেয়নডস্কি ও বেলিংহ্যাম। এক্স