জম্মু থেকে ফিরিয়ে আনতে বিশেষ ট্রেন
}} জম্মু, শ্রীনগর, কাশ্মীর, লেহ-সহ একাধিক বিমানবন্দর বন্ধ থাকায় গত কয়েক দিনে জম্মু থেকে রেলপথে ফেরার তাগিদ বেড়েছে যাত্রীদের। আটকে পড়া যাত্রীদের ফেরাতে শুক্রবার জম্মু থেকে নয়াদিল্লিগামী তিনটি বিশেষ ট্রেন চালিয়েছে রেল। তালিকায় ২০ কামরার বন্দে ভারত ছাড়াও ২৪ ও ২২ কামরার আরও দু’টি ট্রেন আছে। শনিবার রেল বিকেল ৪টে ও রাত ১০টায় আরও দু’টি ট্রেন চালিয়েছে। শুক্রবার রাতে জয়সলমেরে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছিল। শনিবার ভারত-পাক সংঘর্ষবিরতির খবর আসার পরে রেল জম্মু এবং পঞ্জাবের সীমান্ত এলাকায় ট্রেন চলাচল বন্ধ রাখার খবর স্বীকার করেনি।
তৎপর নবান্ন
}} প্রতিবেশী দেশের সঙ্গে অশান্তির আবহে দ্রুত অসামরিক প্রতিরক্ষায় কর্মী এবং উপকরণ জোগাড়ে ছাড়পত্র দিয়েছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। রাজ্যের অসামরিক প্রতিরক্ষা দফতরকে প্রস্তুতি শুরুর নির্দেশ দিয়েছে নবান্ন। আপৎকালীন পরিস্থিতিতে এই ক্ষেত্রে সাধারণ প্রশাসনিক বিধি মানার দরকার হয় না বলে জানিয়েছে নবান্ন।
থানায় আগুন
}} শনিবার রাত ১০টা নাগাদ মালদহের মানিকচক থানার মালখানায় আগুন লাগে। পাশেই ঘন জনবসতি। ইংরেজবাজার শহর থেকে দমকলের দু’টি ইঞ্জিন পৌঁছয়। শর্ট সার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে বলে অনুমান দমকলের। পুলিশ জানিয়েছে, মালখানার অস্ত্রের ক্ষয়ক্ষতি হয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার তদন্ত হবে।
বালিকা-ধর্ষণ, ধৃত
}} ন’বছরের বালিকাকে ধর্ষণের অভিযোগ উঠল উত্তর ২৪ পরগনা জেলায়। ঘটনায় শুক্রবার এক জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধর্ষণে সহযোগিতার অভিযোগে গ্রেফতার করা হয়েছে বালিকার দিদিমাকেও। স্থানীয় সূত্রের খবর, ধৃত ব্যক্তি ওই বালিকার দিদিমার প্রেমিক! পুলিশ জানায়, বালিকার বাবা-মা কর্মসূত্রে বাইরে থাকেন। দিদিমার কাছেই থাকত মেয়েটি।
সমবায়ে ভোট
}} মুর্শিদাবাদের নবগ্রাম ব্লকের আছড়া জামাইপাড়া সমবায় সমিতিতে বোর্ড গড়ল বাম এবং কংগ্রেস। ১২ সদস্যের সমবায়ে বাম এবং কংগ্রেস পাঁচটি করে ও তৃণমূল দু’টি আসন পেয়েছে। ওই ব্লকের বিলোল আমিরাবাদ নিমগ্রাম বেলুড়ি সমবায় সমিতিতে বোর্ড গড়েছে শাসক দল।