বাংলাদেশি ধৃত সেনা শিবিরের কাছ থেকে
নিজস্ব সংবাদদাতা
শিলিগুড়ি: শিলিগুড়ি মহকুমার একটি সেনা শিবিরের সামনে শুক্রবার বিকেলে সন্দেহজনক ভাবে ঘোরাঘুরি করতে দেখে এক জনকে আটকে জিজ্ঞাসাবাদ শুরু করেছিলেন স্থানীয় বাসিন্দারা। পুলিশ সূত্রের খবর, তাঁদের কাছে নিজেকে ‘বাংলাদেশি গোয়েন্দা’ বলে দাবি করেন ওই ব্যক্তি। খবর পেয়ে লোকটিকে আটক করে সেনা। পরে, পুলিশ তাঁকে গ্রেফতার করে তদন্ত শুরু করেছে। শনিবার আদালত ধৃতকে পুলিশি হেফাজতে পাঠিয়েছে।
শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের ডিসি (পশ্চিম) বিশ্বচাঁদ ঠাকুর বলেন, “ওই বাংলাদেশি নাগরিক অবৈধ ভাবে ভারতে ঢোকেন। কেন এসেছিলেন, তা আমরা খোঁজ করছি। হেফাজতে নিয়ে জেরা চালানো হচ্ছে।” পুলিশ সূত্রের খবর, ধৃতের কথাবার্তায় অসঙ্গতি রয়েছে। তাঁর মানসিক স্থিতি নিয়ে প্রশ্ন রয়েছে। ডিসি (পশ্চিম) জানান, তদন্তে সেই দিকটিও দেখা হচ্ছে।
ধৃতের থেকে কোনও পরিচয়পত্র পাননি তদন্তকারীরা। পুলিশের কাছে তিনি নিজেকে বাংলাদেশের রংপুর জেলার বাসিন্দা ও মাস ছয়েক আগে বাংলাদেশের রাজশাহী থেকে সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকেছেন বলে দাবি করেন। যে সেনা শিবিরের কাছে তাঁকে দেখা গিয়েছে, তার আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ দেখছে পুলিশ।
শিলিগুড়ি মহকুমার নানা এলাকা থেকে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের আগেও ধরেছে বিএসএফ ও পুলিশ ।